UPI Transaction: UPI পেমেন্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-এর! আর পারবেন না যতখুশি লেনদেন করতে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

UPI Transaction Limit: বর্তমানে দেশের প্রায় অধিকাংশ মানুষই ডিজিটাল পেমেন্ট এর উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। শপিং মল থেকে শুরু করে ছোট ছোট দোকানগুলোতে ইউপিআই পেমেন্ট (UPI Payment) সিস্টেম চলে এসেছে। প্রায় প্রতিদিনই আমরা এই ইউপিআই (UPI)-এর মাধ্যমে কিছু না কিছু পেমেন্ট করে থাকি তবে অনেকেই হয়তো জানেন না যে একদিনে আমরা কত টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারব। আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়েই জানাবো।

সম্প্রতি দেশের সর্ববৃহৎ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে একটি বড় সড়ক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে জানানো হয়েছে ইউপিআই (UPI)-এর পক্ষ থেকে ট্যাক্স পেমেন্টের সীমা ১ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।

ন্যাশন্যাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India)-এর তরফ থেকে দেশে প্রথম ইউপিআই লেনদেন চালু হয় ২০১৬ সালে।  

আরও পড়ুন: একদম ফ্রি! ১৫ আগস্ট উপলক্ষে পাবেন কেন্দ্রের সার্টিফিকেট! না নিলে পস্তাবেন!কিভাবে পাবেন? রইলো পদ্ধতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

ইউপিআই (UPI) থেকে লেনদেন করলে সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। নিম্নে দেশের প্রতিটি ব্যাংকের ইউপিআই (UPI) লেনদেনের সর্বাধিক সীমার উল্লেখ করা হলো-

১) স্টেট ব্যাংকের (State Bank of India) গ্রাহকরা প্রতিদিন ইউ পি আই (UPI) লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ ১ লক্ষ টাকা লেনদেন করতে পারবে এবং প্রতিদিন ১০ টি লেনদেন এক্ষেত্রে গ্রাহ্য।

২) ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)-এর তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে৷

আরও পড়ুন: গ্রাহকদের ক্ষোভ মেটাতে বিশাল সস্তার প্ল্যান আনলো Jio! মাত্র ১৭২ টাকায় প্রচুর সুবিধা

৩) সেন্ট্রাল ব্যাঙ্কের (Central Bank) তরফ থেকে প্রতিদিন ইউপিআই (UPI) ১,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে৷

আরও পড়ুন: আর দাঁড়াতে হবে না লাইনে! এবার কার্ড ঘষলেই পাবেন রেশন, চালু হল রাইস এটিএম

৪) ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন করা যাবে। গ্রাহকরা একদিনের সর্বাধিক ২০টি ইউ পি আই (UPI)-এর মাধ্যমে লেনদেন করতে পারবে।

৫) ইউকো ব্যাঙ্কের (UCO Bank) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে৷

৬) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের (Bank of Maharashtra) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে।

৭) কানাড়া ব্যাঙ্কের (Canara Bank) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে৷

আরও পড়ুন: Teacher Recruitment: অবশেষে ৩৫,০০০-এরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, কারা আবেদন করবেন?

৮) ইউনিয়ন ব্যাঙ্কের (Union Bank) তরফ থেকে প্রতিদিন  ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে।

৯) পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের (Punjab National Bank) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন করা যাবে।

১০) পঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্কের (Punjab and Sind Bank) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে।

১১) এইচিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে। গ্রাহকরা একদিনে ২০টি ইউপিআই (UPI) লেনদেন করতে পারবে।

আরও পড়ুন: সরাসরি রাজ্যের পৌরসভাতে নতুন করে কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন

১২) অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে৷

১৩) সিটি ইউনিয়ন ব্যাঙ্কের (City Union Bank) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন  করা যাবে।

১৪) করুর ভাইসা (Karur Vysya Bank) এর তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন করা যাবে।

১৫) বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে।

আরও পড়ুন: Job Offer: ১০ লাখ কর্মী নিয়োগ করা হবে এই ইন্ডাস্ট্রিতে, এই মাসেই হবে বড় নিয়োগ

১৬) আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে। আর কমিউলেটিভ লেনদেনের সীমা ১ লক্ষ টাকা। 

১৭) আইডিএফসি ব্যাঙ্কের (IDFC Bank) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে।

১৮) আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) তরফ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই (UPI) লেনদেন করা যাবে।

১৯) ইন্ডাসিন্ড ব্যাঙ্কের (Indusind Bank) তরফ থেকে প্রতিদিন ইউপিআই (UPI)-এর মাধ্যমে ১,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। 

আরও পড়ুন: BSK Recruitment 2024: ২,৮৬২ টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে চাকরির সুযোগ! রইল আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত