৭৯৫১টি শূন্যপদে ভারতীয় রেলে নতুন কর্মী নিয়োগ শুরু, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

RRB Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।আবারও ভারতীয় রেলে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশ কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আসুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

(১) Chemical Supervisor

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

(২) Research and Metallurgical Supervisor

(৩) Junior Engineer

(৪) Depot Material

(৫) Superintendent and Chemical & Metallurgical Assistant

আরও পড়ুন: এবার সিভিকদের দাদাগিরি শেষ! কড়া নির্দেশিকা রাজ্য সরকারের!

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি পদ মিলিয়ে মোট ৭৯৫১টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে ১৮ বছর থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এসসি এবং এসটি প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Civik Volunteer Recruitment 2024: ১২,০০০-এর বেশি শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার! রইলো বিস্তারিত

বেতন (Salary)

এই পদগুলিতে নিযুক্ত হওয়ার পর কর্মীদের মাসিক বেতন ৩৫,৪০০ টাকা থেকে ৪৪,৯০০ টাকা পর্যন্ত হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদগুলিতে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-এ গিয়ে আবেদন জানাতে হবে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ চলছে, কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:

(i) 1st Stage Computer Based Test (CBT-1)

(ii) 2nd Stage Computer Based Test (CBT-II)

(iii) Document Verification (DV)

(iv) Medical Examination (ME)

আরও পড়ুন: সুখবর ১ কোটি মহিলাদের জন্য! এবার ১৫০০ টাকা করে ঢুকবে প্রতি মাসে

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এখানে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। বিস্তারিতভাবে জানার জন্য আবেদনকারী প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ৩০.০৭.২০২৪ তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৯.০৮.২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন: ১০ মিনিটের আগেই Pan Card পাবেন, জানতে হবে এই ৫টি বিষয়

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here
Official WebsiteClick Here

আরও পড়ুন: দারুণ খবর! আর দাঁড়াতে হবে না রেশন লাইনে! জনসাধারণের জন্য বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের