অবশেষে ৯৮,৩০৫ শূন্যপদে শিক্ষক ও অশিক্ষক কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি!

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Sarva Shiksha Abhiyan-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবগুলি পদ মিলিয়ে মোট ৯৮০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের সমগ্র ভারতে নিয়োগ (Sarva Shiksha Abhiyan Recruitment 2024) করা হবে। প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Sarva Shiksha Abhiyan-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) Primary Teacher

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

২) Lab Technician

৩) Chaprasi (Pion)

৪) Karyalaya Staff

৫) Computer Teacher

মোট শূন্যপদ (Total Vacancy)

পাঁচটি পদ মিলিয়ে মোট ৯৮,৩০৫ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

প্রার্থীরা ১৮ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করতে পারবে।

বেতন (Salary)

পদ ভিত্তিতে প্রার্থীদের বেতনক্রম আলাদা রয়েছে। নিম্নে কোন পদে কত টাকা বেতন প্রদান করা হবে তা দেখানো হলো-

ক্রমিক নম্বরপদের নাম মাসিক বেতন
Primary Teacher৪৩,৩০০ টাকা
Lab Technician৩৯,৫০০ টাকা
Chaprasi (Pion)২২,৭০০ টাকা
Karyalaya Staff৩৩,৫০০ টাকা
Computer Teacher৩৭,৭০০ টাকা

আবেদন প্রক্রিয়া (Application Process)

এক্ষেত্রে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে নিম্নে অনলাইনে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বলে দেওয়া হলো-

১) অনলাইনে আবেদনের জন্য প্রথমে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট https://sarvashikshaabhiyan.org-এ যেতে হবে।

২) সেখান থেকে আবেদনের লিংকে ক্লিক করার পর সেট ডাউনলোড করে নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে।

৩) এর সঙ্গে নিজের স্বাক্ষর ও ফটো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিগুলি আপলোড করতে হবে।

৪) সবশেষে আবেদন ফি প্রদান করার পর ফাইনাল সাবমিট করে আবেদনের কাজ শেষ করতে হবে।

আবেদন ফি (Application Fee)

আবেদন ফি হিসেবে প্রার্থীদের মোট ৯৮০ টাকা প্রদান করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে Intermediate, Graduation শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে ১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত।

এছাড়াও আবেদনের ব্যাপারে আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া মূল অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Leave a Comment