নতুন একধরনের প্রতারণাচক্র (Bank Fraud) শুরু হয়েছে স্টেট ব্যাঙ্কের (State Bank Of India) নাম করে। আপনি একবার যদি এই চক্রের ফাঁদে পা দিয়ে দেন তবে মুহূর্তের মধ্যে খালি হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট (SBI)। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া এইসব প্রতারণা সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করছে পুলিশ। আসুন জেনে নেওয়া যাক এই প্রতারণাচক্রের হাত থেকে নিজেকে কীভাবে রক্ষা করবেন।
প্রতারণা চলছে ‘এসবিআই রিওয়ার্ড পয়েন্টস’-এর নাম করে
সম্প্রতি ‘এসবিআই রিওয়ার্ড পয়েন্টস’ এর নাম করে জালিয়াতির কথা সকলের সামনে এনেছে তামিলনাড়ু পুলিশ। তারা জানিয়েছে, গত দুই মাসে ওই রাজ্যে এই ধরণের প্রতারণার শিকার হয়েছেন ৭৩ জন মানুষ।
পুলিশ কী বলছে
তামিলনাড়ু পুলিশের সাইবার ক্রাইম শাখা সূত্রে জানা গিয়েছে, ফিশিং কৌশল অবলম্বন করে গ্রাহকদের মোবাইল ফোনের অ্যাক্সেস নিত প্রতারকরা। এরফলে তারা ওই গ্রাহকের হোয়াটসঅ্যাপ সহ অন্য মাধ্যমগুলিতে প্রতারণামূলক মেসেজ পাঠাতে পারত। এই মেসেজগুলি হুবহু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অফিসিয়াল মেসেজ-এর মতো দেখতে হত। এর সাথে নাম এবং লোগো এমনভাবে ব্যবহার করা হত যাতে মনে হয় স্টেট ব্যাঙ্ক থেকেই যোগাযোগ করা হচ্ছে। এই প্রতারণামূলক মেসেজগুলি ‘এসবিআই রিওয়ার্ড পয়েন্ট’ রিডিম করার কথা বলে গ্রাহকদের করা হত।
আরও পড়ুন: WBCS 2023 Prelims Result and Cut-off: WBCS প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো! রইল তালিকা
এই রিওয়ার্ড পয়েন্টগুলি দেখিয়ে জালিয়াতি করা হত
প্রথমে এই রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার লোভ দেখিয়ে গ্রাহকদের পাঠানো মেসেজে যে লিঙ্কগুলি দেওয়া হত তাতে ক্লিক করার নির্দেশ দেওয়া হত। এই লিঙ্কগুলির মাধ্যমে নিয়ে যাওয়া হতো SBI-এর অফিসিয়াল পোর্টালের আদলে তৈরি করা নকল ওয়েবসাইটে। এরপর এই জাল সাইটে গ্রাহক তার ব্যাঙ্কিং বিবরণ লিখলে প্রতারকরা সেই তথ্য হাতিয়ে জালিয়াতির কাজ করত।
এই জালিয়াতি আর কি কি ভাবে হতে পারে
এই জালিয়াতরা গ্রাহকের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ব্যবহার করার পাশাপাশি, জালিয়াতি মেসেজগুলি গ্রাহকের অসুরক্ষিত সামাজিক মিডিয়া প্রোফাইল যেমন ফেসবুক হ্যাক করেও পাঠাতে পারে।
এই ধরনের প্রতারণা থেকে বাঁচার উপায়
১) আপনার মোবাইলে আসা কোনো মেসেজ ভালো করে পড়ুন, বিশেষ করে আর্থিক বিষয়ের সাথে যুক্ত বিষয় হলে বিশেষ ভাবে সর্তক হন।
২) মেসেজের মাধ্যমে কোনো লিঙ্ক পাঠানো হলে ক্লিক করা থেকে বিরত থাকুন। অফিসিয়াল ভাবে যাচাই করুন।
৩) অনলাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে বিশেষ ভাবে তৈরি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) ব্যবস্থা চালু করুন বা আপডেট করুন।
৪) সাইবার প্রতারণা সম্পর্কে নিজে সঠিক তথ্য জানুন এবং অন্যদের সচেতন করুন।
৫) যেকোনও সন্দেহজনক বার্তা পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
৬) স্টেট ব্যাঙ্কের আসল লোগা, বানান, অফিসিয়াল সাইটের লিঙ্ক দেখে তারপর প্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করুন। অযথা তাড়াহুড়ো করবেন না।
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় সংস্থা রাইটসে চাকরির সুযোগ! বিস্তারিত জেনে নিন