Siliguri Municipal Corporation Recruitment 2024: শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন (Siliguri Municipal Corporation)-এর তরফ থেকে PTMO ও RMO পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে নিয়োগ করে প্রার্থীদের ২৪ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। যাদের এমবিবিএস ডিগ্রী (MBBS) রয়েছে তারা সবাই এই পদে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন (Siliguri Municipal Corporation Recruitment 2024)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন (Siliguri Municipal Corporation)-এর তরফ থেকে যে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-
১) PTMO
২) RMO
বয়সসীমা (Age Limit)
এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
যাদের PTMO পদে নিয়োগ করা হবে তাদের মাসিক ২৪ হাজার টাকা করে বেতন প্রদান করা হবে। এবং RMO পদে নিয়োগ করে প্রার্থীদের মাসিক ৪০ হাজার টাকা করে বেতন প্রদান করা হবে।
আরও পড়ুন: শেয়ার মার্কেট সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে, মাসিক বেতন ৪৪,৫০০ টাকা
আবেদন প্রক্রিয়া (Application Process)
এভাবে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। নিম্নে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলে দেওয়া হলো-
১) আবেদনের জন্য প্রথমে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট siligurismc.in-এ গিয়ে আবেদনের ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
২) তারপর সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা ভালোভাবে পূরণ করতে হবে।
৩) এর সঙ্গে নিজে একটি পাসপোর্ট সাইজ ছবি ও নিজের স্বাক্ষর করতে হবে।
৪) অফিসিয়াল নোটিশে উল্লেখিত নির্দেশ অনুযায়ী প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস-এর জেরক্স মূল আবেদন পত্রের সঙ্গে যোগ করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে আসতে হবে।
আবেদন পত্র জমা করতে হবে নিম্নলিখিত ঠিকানায়-
To The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri, Pin – 734001
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের যেকোন ক্ষেত্রে এমবিবিএস (MBBS) ডিগ্রি লাভ করতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদে আবেদনের শেষ তারিখ হল ২১.০৩.২০২৪ তারিখ পর্যন্ত।