SSC Recruitment 2023: এসএসসি (Stuff Selection Commission Recruitment) চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। এবার রাজ্যে এসএসসি (SSC) পরীক্ষার মাধ্যমে প্রচুর শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। যারা কম শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে ভাল চাকরি খুঁজে থাকেন বিশেষ করে তাদের জন্য এটি দারুন সুযোগ। কেননা শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এবার এসএসসি পরীক্ষার মাধ্যমে রাজ্যে প্রচুর পরিমাণে খালি পদে প্রার্থী নিয়োগ করা হবে।
Staff Selection commission-এর তরফ থেকে সম্প্রতি এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের আবেদনের জন্য বলা হয়েছে। পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই এই পদে আবেদন করতে পারবে।
এস এস সি নিয়োগ ২০২৩: নিয়োগকারী সংস্থার নাম 2023: (SSC Recruitment 2023: Name of the Recruitment Organization)
Staff Selection commission-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এস এস সি নিয়োগ ২০২৩: পদের নাম (SSC Recruitment 2023: Name of the Post )
Staff Selection commission-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হলো নিম্নরূপ-
- BSF
- CISF
- CRPF
- SSB
- ITBP
- AR
- SSF
- NIA
এস এস সি নিয়োগ ২০২৩: মোট শূন্যপদ (SSC Recruitment 2023: Total Vacancy)
এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে প্রার্থীদের শূন্যপদের সংখ্যা নির্বাচন করা হয়েছে। পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে সবগুলি পদ মিলিয়ে পুরুষ প্রার্থীদের মোট শূন্য পদ রয়েছে ৬৭৩৬৪ টি। আর মহিলা প্রার্থীদের মোট শূন্য পদ রয়েছে ৮১৭৯ টি। পুরুষ ও মহিলা প্রার্থী মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ৭৫৫৪৩ টি। এছাড়াও NIA পদে মোট ২২৫ জন প্রার্থী নিয়োগ করা হবে দিয়ে সব মিলিয়ে টোটাল ৭৫৭৬৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এস এস সি নিয়োগ ২০২৩: বয়সসীমা (SSC Recruitment 2023: Age Limit)
০১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। UR/EWS ক্যাটাগরির প্রার্থীদের জন্য কোন প্রকার বয়সের ছাড় নেই। তবে অন্যান্য প্রার্থীদের জন্য কত বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে তা নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো-
ক্রমিক নম্বর | ক্যাটাগরির নাম | বয়সের ছাড় |
1 | SC/ ST | ৫ বছর |
2 | OBC | ৩ বছর |
3 | Ex-Servicemen | ৩ বছর |
4 | নিহত শিশু ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিরা ১৯৮৪ সালের দাঙ্গা বা ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গা গুজরাটে (অসংরক্ষিত) | ৫ বছর |
5 | শিশু এবং শিকারের উপর নির্ভরশীল ১৯৮৪ সালের দাঙ্গা বা সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হন ২০০২ গুজরাটে (ওবিসি) | ৮ বছর |
6 | শিশু এবং শিকারের উপর নির্ভরশীল ১৯৮৪ সালের দাঙ্গা বা সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয়েছেন ২০০২ গুজরাটে (SC/ST) | ১০ বছর |
এস এস সি নিয়োগ ২০২৩: বেতন (SSC Recruitment 2023: Salary)
NIA পদে নিয়োগ করি প্রার্থীদের মাসিক ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা বেতন দেওয়া হবে। আর অন্যান্য পদের প্রার্থীদের মাসিক ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা বেতন দেওয়া হবে।
এস এস সি নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া (SSC Recruitment 2023: Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। নিম্নে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি বলে দেওয়া হলো-
- আবেদনের জন্য প্রথমে প্রার্থীদের এর নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে।
- এর জন্য আপনার বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর প্রয়োজন হবে।
- এরপর আপনাকে আবেদনপত্রের লিংকে ক্লিক করতে হবে।
- সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে সেটি পূরণ করতে হবে।
- এর সঙ্গে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য প্রদান করে ফাইনাল সাবমিট করে আবেদনের কাজ সম্পন্ন করতে হবে।
এস এস সি নিয়োগ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া (SSC Recruitment 2023: Selection Process)
আবেদনকারী প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে নির্ণয় করা হবে সেগুলো হলো নিম্নরূপ-
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE)
- শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
- শারীরিক মান পরীক্ষা (PST)
- মেডিকেল পরীক্ষা (DME/RME)
- নথি যাচাইকরণ
এই পরীক্ষাগুলি সম্পর্কে বিস্তারিত অফিসিয়াল নোটিশে লিপিবদ্ধ করা হয়েছে এই ব্যাপারে সম্পূর্ণ জানার জন্য অফিশিয়াল নোটিশ ফলো করার অনুরোধ করা হচ্ছে।
এস এস সি নিয়োগ ২০২৩: আবেদন মূল্য (SSC Recruitment 2023: Application Fee)
সংশ্লিষ্ট পথগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে তবে এক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ও মহিলা প্রার্থীদের আবেদন মূল্য দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এস এস সি নিয়োগ ২০২৩: পরীক্ষার সেন্টার (SSC Recruitment 2023: Examination Center)
এক্ষেত্রে এক এক স্থানের পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা সেন্টার নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সেন্টার ব্যাপারে যাবতীয় জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করতে বলা হচ্ছে।
এস এস সি নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা (SSC Recruitment 2023: Educational Qualification)
সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের যেসব শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা প্রয়োজন সেগুলি নিম্নে আলোচনা করা হলো-
- অফিসের নোটিশ উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
- আবেদনকারী অবশ্যই একজন ভারতীয় নাগরিক হবে।
- যে প্রার্থীরা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করেননি নির্ধারিত তারিখে যোগ্য হবে না এবং তাদের আবেদন করতে হবে না।
এছাড়াও অন্যান্য যোগ্যতা হিসেবে আরোও সাথে জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করুন।
এস এস সি নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমূহ (SSC Recruitment 2023: Important Dates )
অনলাইন আবেদন জমা দেওয়ার তারিখ | ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত |
অনলাইন আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখ এবং সময় | ২৮ ডিসেম্বর ২০২৩ ২৩:০০ |
অফলাইন চালান তৈরির শেষ তারিখ এবং সময় | ২৮ ডিসেম্বর ২০২৩ ২৩:০০ |
অনলাইন ফি প্রদানের শেষ তারিখ এবং সময় | ২৯ ডিসেম্বর ২০২৩ ২৩:০০ |
চালানের মাধ্যমে অর্থ প্রদানের শেষ তারিখ (সময় ব্যাংকের কাজের সময়) | ২৯ ডিসেম্বর ২০২৩ |
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সময়সূচী | ফেব্রুয়ারি ২০২৪ |
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
WhatsApp গ্রুপে জয়েন করুন👉 | যুক্ত হন |
অফিসিয়াল ওয়েবসাইট👉 | এখানে দেখুন |
FAQ
Q. Staff Selection commission-এর তরফ থেকে কতগুলি পদে প্রার্থী নিয়োগ করা হবে?
Ans: ৮ টি ভিন্নপথে প্রার্থী নিয়োগ করা হবে।
Q. Staff Selection commission-এর তরফ থেকে মোট কতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: মোট ৭৫৭৬৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
Q. Staff Selection commission-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কত?
Ans: সংশ্লিষ্ট পদে অনলাইন আবেদনের শেষ সময় হল ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখ ২৩:০০ পর্যন্ত।