চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Steel Authority of India Limited কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেশ অনেকগুলি শূন্যপদেই কর্মী নিয়োগ করা হবে। যারা অনেক দিন ধরেই একটি ভালো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন এই চাকরিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Steel Authority of India Limited কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Steel authority of India limited কর্তৃক Management Trainee (Technical ) হিসাবে লোক নেওয়া হবে। যে সমস্ত ক্ষেত্রে Trainee হিসাবে নিযুক্ত করা হবে সেগুলি হল:
- Chemical
- Civil
- Computer
- Electrical
- Electronics
- Instrumentation
- Mechanical
- Metallurgy
আরও পড়ুন: Ayushman Bharat: আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে নিয়ে বড় খবর! বাড়ছে বিমার অর্থ
মোট শূন্যপদ (Total Vacancy)
মোট ২৪৯ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১০৩ টি শূন্যপদ অসংরক্ষিত (General) প্রার্থীদের জন্য, ৬৭ টি শূন্যপদ ওবিসি (OBC) প্রার্থীদের জন্য, ৩৭ টি শূন্যপদ এসসি (SC) প্রার্থীদের জন্য, ১৮ টি শূন্যপদ এসটি (ST) প্রার্থীদের জন্য এবং ২৪ টি শূন্যপদ ইডাব্লিউএস (EWS) প্রার্থীদের জন্য রয়েছে।
বয়স সীমা (Age Limit)
এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের বয়স ২৫.০৭.২০২৪ তারিখের হিসাবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে এসসি (SC), এসটি (ST) প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি (OBC) প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
আরও পড়ুন: ৮০,০০০ টাকা ঢুকবে অ্যাকাউন্টে! বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, কীভাবে পাবেন সুবিধা?
আবেদন প্রক্রিয়া (Application Process)
Management Trainee (Technical) হিসেবে আবেদন করার জন্য এর অফিশিয়াল ওয়েবসাইট www.sail.co.in অথবা www.sailcarees.com-এ গিয়ে আবেদন জানাতে হবে।
আবেদন ফি (Application Fee)
আবেদন মূল্য হিসেবে জেনারেল (General) প্রার্থী, ওবিসি (OBC) প্রার্থী এবং ইডব্লিউএস (EWS) প্রার্থীদের ৭০০ টাকা দিতে হবে। এছাড়াও এসসি (SC) এবং এসটি (SC) প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২০০ টাকা দিতে হবে।
আরও পড়ুন: Cibil Score: CIBIL নিয়ে RBI জারি করলো ৫ নতুন নিয়ম, Loan নেওয়ার আগে অবশ্যই জেনে নিন
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
GATE-2024 পেপারে প্রাপ্ত স্কোর/মার্কসের ভিত্তিতে, মেধার ক্রম অনুসারে, প্রতিটি শৃঙ্খলার জন্য 1:12 অনুপাতে প্রার্থীদের গ্রুপ ডিসকাশন (GD)/সাক্ষাৎকারের জন্য বাছাই করা হবে।গ্রুপ ডিসকাশন (জিডি) এবং সাক্ষাত্কার সংক্ষিপ্ত নোটিশে অনুষ্ঠিত হতে পারে। কল লেটার SAIL ওয়েবসাইটে আপলোড করা হবে এবং প্রার্থীদের তাদের ইমেল/ফোন নম্বরের মাধ্যমে এর জন্য অবহিত করা হবে।
যদি চূড়ান্ত মেধা তালিকায় দুই বা ততোধিক প্রার্থী একই কাট-অফ পয়েন্টে আসে, GATE-2024-এ উচ্চতর স্কোর থাকা প্রার্থীকে অফার লেটার দেওয়া হবে। যদি, GATE-2024 পরীক্ষাতেও পয়েন্ট সেম থাকে, তাহলে B.E./B.Tech উচ্চতর নম্বর সহ প্রার্থী নির্বাচন করা হবে।
GD/ইন্টারভিউ এর জন্য যোগ্য হতে, একজন প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগে UR/EWS দের ন্যূনতম 50 শতাংশ এবং SC/ST/OBC/PwBD-এর জন্য 40 শতাংশ স্কোর থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বছরে কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল,ইলেকট্রনিক্স, ইন্সট্রুমেন্টেশন, মেকানিক্যাল, মেটালার্জি এই আটটি ইঞ্জিনিয়ারিং শাখার যেকোনো একটিতে 65% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত ভাবে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: সরাসরি সরকারি সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন
আবেদনের শেষ তারিখ (Last date of application)
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ০৫.০৭.২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫.০৭.২০২৪ পর্যন্ত।
গুরুত্বপূর্ন লিংক (Important Links)
Official Notification | Click Here |
Apply Online | Click Here |
আরও পড়ুন: Big News: এবার প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে বড় নির্দেশ দিলো বিচারপতি রাজাশেখর মান্থা