TCS Job: ৪০,০০০ জনকে চাকরি দিচ্ছে TCS, বিরাট উদ্যোগ রতন টাটার সংস্থার

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

টিসিএস (TCS) তথা টাটা কনসালটেন্সি সার্ভিস (Tata Consultancy Services) থেকে প্রচুর শূন্য করে কর্মী নিয়োগ করা হবে। এই সংস্থাটি হলো বিখ্যাত শিল্পপতি রতন টাটার (Ratan Tata) সংস্থা। আর এই সংস্থার তরফ থেকে প্রায়ই একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে ৫ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হয়েছিল। টাটা কনসালটেন্সি সার্ভিস (Tata Consultancy Services) তথা টিসিএস (TCS) এর তরফ থেকে এই বছরেও  ৪০ হাজার ফ্রেশারকে নিয়োগ করা হবে। যারা ভালো একটি চাকরির আশায় রয়েছেন তারা এই শূন্য পদে চাকরির জন্য আবেদন করতে পারেন।

করোনা অন্তর্বতীকালীন সময়ে একাধিক সংস্থা তাদের চাকরি থেকে কর্মীদের পদচ্যুত করলেও টিসিএস ফ্রেশারদেরকে সবসময়ই চাকরির প্রদান করে থাকে। এবং এই বিষয়টিকে ঘিরে সংস্থার বিষয় কোন ব্যক্তিগত রেকর্ড নেই।

আরও পড়ুন: Reliance jio: গ্রাহকদের স্বার্থে সস্তায় একাধিক রিচার্জ প্ল্যান আনলো Jio! তালিকা দেখে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

চলতি বছর এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে ৬১ জন চাকরিপ্রার্থী এই সংস্থায় চাকরি পেয়েছে। গত তিন মাসের মধ্যে টিসিএস সংস্থায় চাকরি পাওয়া মোট প্রার্থীর সংখ্যা ৫,৪৫২ জন।  বর্তমানে এই সংস্থার সর্বমোট কর্মীর সংখ্যা হল ৬০৬৯৯৮ জন। এখানে শেষ নয়, চলতি বছর আবারো  প্রায় ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে।  

কোম্পানি আরও একটি সুখবর দিয়েছে। এই সংস্থার কর্মীদের বেতন ৪.৫ শতাংশ থেকে ৭ শতাংশ বৃদ্ধি করা হবে।  পাশাপাশি যে সব কর্মীরা কাজ ভালোভাবে করবে তাদের বেতন ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: বেকারত্বের দিন শেষ! রোজগারের পথ দেখাচ্ছে এই ৩ সরকারি স্কিম, কত টাকা পাবেন? জানুন বিস্তারিত

করোনা থাকাকালীন সময়ে এই কোম্পানির বেশিরভাগ কাজ বাইরে থেকে করা হতো কিন্তু বর্তমানে কোম্পানির ৭০ শতাংশ কাজই অফিস থেকে করা হয়। প্রায়ই প্রতি বছরই এই কোম্পানির তরফ থেকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে এবং প্রচুর শূন্য পদে প্রার্থীরা চাকরি পায়।

আরও পড়ুন: BECIL-এ ডেটা এন্ট্রি অপারেটর-সহ বিভিন্ন পদে নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত