বাড়ল রেশনের পরিমাণ! ফ্রি-তে এ মাসে কত কেজি চাল-গম পাওয়া যাবে? রইলো তালিকা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

কেন্দ্রীয় সরকার (Government of India) দেশের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে জনগণের প্রতিটি জিনিসের  উপর একাধিক সুবিধা দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিটি জনগণের জন্য স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা। প্রতি মাসে রেশন কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে খাদ্য দ্রব্য প্রদান করা হয়ে থাকে। চাল, ডাল, গম, চিনি সহ আরো একাধিক জিনিস রেশন কার্ড (Ration Card)-এর মাধ্যমে মানুষ পেয়ে থাকে।

আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের অগাস্ট মাসে কোন কার্ডে কত কেজি চাল, গম পাওয়া যাবে এই বিষয়ে জনাব। অনেক সময় সরকার থেকে সাধারণ মানুষকে যে পরিমাণ খাদ্য দ্রব্য প্রদান করার কথা বলা হয় একাধিক স্থানের ডিলাররা এই পরিমাণ খাদ্যদ্রব্য প্রদান করে না। এই দিক দিয়ে তারা সাধারণ মানুষকে ঠকিয়ে দেয়। তবে তারা যাতে কোনরূপ জালিয়াতি করতে না পারে তাই সরকার থেকে প্রতিমাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয় কোন কার্ডে কি কি দেওয়া হবে।

এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন কোন রকম ডিম দিতে হয় না আবার অপরদিকে সাধারণ মানুষ তাদের প্রাপ্য খাদ্যদ্রব্য পেয়ে যায়। আবার যাদের ডিজিটাল রেশন কার্ড (Ration Card) রয়েছে তাদের মোবাইল নাম্বারে মেসেজ করে প্রাপ্য খাদ্য দ্রব্যের তালিকা পাঠিয়ে দেওয়া হয়। নিম্নে আগস্ট মাসে কোন কার্ডে কী কী খাদ্য দ্রব্য দেওয়া হবে এবং কতটা পরিমাণ দেওয়া হবে তা উল্লেখ করা হলো-

আরও পড়ুন: Indian Railway: এবার নতুন নিয়ম ট্রেনের টিকিটে, জেনারেল টিকিটেও কার্যকরী এই নিয়ম

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

AAY রেশন কার্ড

যাদের AAY রেশন কার্ড (Ration Card) রয়েছে তারা অন্ত্যোদয় অন্ন যোজনার অন্তর্গত। এই কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি ফ্রি চাল ও গম প্রদান করা হয়। চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসে AAY কার্ডের গ্রাহকরা মাথাপিছু ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম, ২১ কেজি চাল বিনামূল্যে পেয়ে যাবেন। পাশাপাশি অনেক কম দামে এক কেজি চিনি পাওয়া যাবে।

আরও পড়ুন: দু’দফায় লম্বা ছুটি আগস্টে, আনন্দে মাতোয়ারা সরকারি কর্মীরা! দেখুন ছুটির তালিকা

SPHH ও PHH রেশন কার্ড

SPHH ও PHH রেশন কার্ডধারী ব্যক্তিদের সংখ্যা সবচেয়ে বেশি। যাদের এই কার্ড রয়েছে তারা এই মাসে জনপ্রতি ১ কেজি ৯০০ গ্রাম আটা ও ৩ কেজি চাল পাবেন।

আরও পড়ুন: BSNL Recharge Plan: বিএসএনএল-এর ২০০ টাকার কমে রিচার্জ প্ল্যানে রয়েছে প্রচুর সুযোগ সুবিধা! দেখুন তালিকা

RKSY 1 ও RKSY 2 কার্ড

যাদের RKSY 1ও RKSY 2 কার্ড রয়েছে তারা এই মাসে জনপ্রতি ২ কেজি করে চাল পাবে। আগে এই কার্ডের দ্বারা জনপ্রতি ৫ কেজি করে চাল দেওয়া হতো, কিন্তু এখন সেটি কমিয়ে দেওয়া হয়েছে। এই কার্ডধারী ব্যক্তির সংখ্যা সবচেয়ে কম।

আরও পড়ুন: WBSSC: কারা অযোগ্য? নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে প্রাথমিক তালিকা জমা দিল এসএসসি

Leave a Comment