Post Office Scheme: টাকা ডবল হবে পোস্ট অফিসের এই স্কিমে! সুদের হার জানলে খুশি হবেন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Post Office Scheme: মানুষ এখন বিনিয়োগের গুরুত্ব বুঝতে শিখেছে, তাই একাধিক স্কিমে বিনিয়োগ করা শুরু করেছে। তবে বিনিয়োগ করতে গেলে যাচাই করার পর সুরক্ষিত স্কিমে বিনিয়োগ করা উচিত। এদিক থেকে পোস্ট অফিস একাধিক সুরক্ষিত স্কিমের সুবিধা দিয়ে থাকে। কোনরকম ছবি ছাড়াই সুরক্ষিত স্কিমের বিনিয়োগ এখানে করা যায়। আজকে আমরা আপনাদের পোস্ট অফিসের এমন একটি স্কিমের ব্যাপারে জানাবো যেখানে বিনিয়োগ করলে মোটা টাকা অর্থপ্রাপ্তির সঙ্গে সঙ্গে সুরক্ষিত বিনিয়োগ করা যায়।

স্কিমের নাম ও বিবরণ

পোস্ট অফিসের এই স্কিমের নাম হল কিষাণ বিকাশ পত্র (Kisan Vikash Patra) (KVP)। এই স্কিমে বিনিয়োগ করলে নির্দিষ্ট একটি সময়ের পর টাকা দ্বিগুণ হয়ে যায়।

বিনিয়োগের সীমা

এই স্কিমে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে সর্বনিম্ন ১০০০ টাকা ১০০-এর গুণে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন।

সিঙ্গেল ও যৌথ অ্যাকাউন্টের সুবিধা

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (Kisan Vikash Patra) স্কিমে সিঙ্গেল ও যৌথ একাউন্ট খোলার সুবিধা রয়েছে। সর্বনিম্ন ১০ বছরের শিশুর নামে একাউন্ট খোলা যেতে পারে। এই স্কিমে একের অধিক (২, ৪, ৬) অ্যাকাউন্ট খোলার সুবিধা পাওয়া যাবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

সুদের হার (Kisan Vikash Patra Interest rate 2024)

বর্তমানে এই স্কিমের সুদের হার (Kisan Vikash Patra Interest rate 2024) ৭.৫ শতাংশ। এই স্কিমে সুদের হার প্রদান করা হয় প্রতি তিন মাস অন্তর।

বিনিয়োগের হিসেব

পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে নির্ধারিত সময় শেষে আপনি এর দ্বিগুণ অর্থাৎ ১০ লক্ষ টাকা পেতে পারেন। এই প্রকল্পে টাকা বিনিয়োগের পর সেটির ডাবল হতে সময় লাগে ১১৫ মাস।

গুরুত্বপূর্ণ নথি (Important Documents)

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment