প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)-এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি হল প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং সম্পর্কিত বিষয়ের। প্রাইমারি চাকরি প্রার্থীদের জেলা স্তরে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন রাজ্য স্তরে এর কাউন্সেলিং প্রক্রিয়া চলছে।  

পর্ষদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি রাজ্য স্তরের এই কাউন্সেলিংয়ে যেসব প্রার্থীদের জেলা স্তরে কাউন্সেলিং হয়নি তাদের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকার নাম আছে মোট ২৫ জনের।

আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২ টা থেকে মূল প্যানেলের ২৫ জন প্রার্থীর স্টেট লেভেল কাউন্সিলিং হবে। জেলা স্তরে বেশিরভাগ চাকরি প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যারা বাকি রয়েছে তাদের কাউন্সেলিং রাজ্য স্তরে হবে। আর এরপরে একাধিক স্কুলে শূন্য পদের ভিত্তিতে তাদের নিয়োগ করা হবে। এই বিষয়গুলি নির্দিষ্ট করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি।

আরও পড়ুন: ‘আমাদের উপায় নেই…’ SSC-এর ২৬,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে যা জানালেন আইনজীবী ফিরদৌস শামিম

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুপ্রিমকোর্টের (Supreme Court) নির্দেশ অনুসারে এ নিয়োগ হতে চলেছে। শিক্ষা পর্ষদ আশ্বাস দিয়েছে পুজোর আগেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।

যেসব নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলি হল নিম্নরূপ-

১) টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড

২) সেট যোগ্যতার সমস্ত নথিপত্র

৩) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ বয়সের প্রমাণপত্র

৪) মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট অথবা বোর্ড কর্তৃক প্রকাশিত সমতুল্য শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট

আরও পড়ুন: ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতনে কলকাতায় ভারতীয় জাদুঘরে চাকরির সুযোগ! কোন কোন পদে নিয়োগ?

৫) উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট অথবা বোর্ড কর্তৃক প্রকাশিত  সমতুল্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট

৬) দুই বছরের D. El.Ed./D.Ed. (Special Education). শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট

৭) স্নাতক স্তরের (BA/B.Sc./B.Com.) মার্কসিট ও সার্টিফিকেট

৮) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

৯) আধার কার্ড/ভোটার কার্ড

১০) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)

আরও পড়ুন: Kolkata Metro new App: বড় খবর পুজোর আগে! এবার মেট্রোর টিকিট কাটা যাবে স্টেশন পৌঁছনোর আগেই, এল ‘অ্যাপ’