চাকরিপ্রার্থীদের অপেক্ষা আরও বাড়লো। ফের তারিখ দেওয়া হল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ (Upper Primary Recruitment) মামলার। ১৮ই জুলাই পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করা হল। ১৮ই জুলাই দ্বিতীয় অর্ধে মামলার শুনানি হবে। গতকাল মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন মামলাকারী পক্ষের আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য অসুস্থ হয়ে যাওয়ার ফলে শুনানিতে অংশগ্রহণ করেননি।
গত সোমবার দিন মামলাটির অনেকক্ষণ ধরে শুনানি চলে। এই শুনানিতে নিজের বক্তব্য তুলে ধরেন মামলাকারী পক্ষের আইনজীবি সুবীর সান্যাল। তিনি জানান, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের ক্ষেত্রে জেনারেল শূন্যপদে ডাক পেতে পারেন না। তিনি আপডেট শূন্যপদে নিয়োগের দাবি জানান। ১৫ দিন আগের আপডেট শূন্যপদে নিয়োগের দাবি জানান তিনি।
স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission) নিয়োগ নিয়ে এর আগের শুনানিতে নিজেদের বক্তব্য তুলে ধরেছিলেন। পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষের জবাব দেওয়ার পালা। পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয়েছে। আদালতের দিকে তাকিয়ে ছিলেন বেশ কয়েক লক্ষ চাকরি প্রার্থী। সেই সমস্ত চাকরি প্রার্থীরা মামলার শুনানিতে হতাশ হয়েছেন।
আরও পড়ুন: Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়ো ঘোষণা রাজ্য সরকারের! মহিলাদের কাছে দারুণ সুযোগ!
চাকরিপ্রার্থীরা প্রশ্ন তুলছেন, তাদের দীর্ঘ ১০ বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে ঘটবে। চাকরিপ্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, সরকারের ইচ্ছার অভাবেই নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। চাকরিপ্রার্থীরা নিজেদের প্রাপ্য আদায় করার জন্য রাজপথে ঘন ঘন আন্দোলন করে চলেছেন। তবে দীর্ঘ দশ বছরেও নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়নি।
আরও পড়ুন: Eastern Railway Recruitment: সারাদেশে ১৫,০০০ কর্মী নিয়োগ করবে রেল! জানুন বিস্তারিত
প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্বিতীয় কাউন্সেলিং প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং অবিলম্বে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে এমনটাই দাবি চাকরিপ্রার্থীদের। প্রথম দফায় প্রায় ৯ হাজার চাকরিপ্রার্থীর উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে। এখনও দ্বিতীয় দফার প্রায় ২ হাজার প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি রয়ে গেছে।
আরও পড়ুন: Home Loan: SBI থেকে ৩০ লাখ টাকার হোম লোন ৩০ বছরের জন্য নিলে কত EMI দিতে হবে? রইলো হিসেব
এক চাকরিপ্রার্থী নিয়োগ প্রসঙ্গে বলেছেন, ১৪,৩৩৯ টি শূন্য পদের মধ্যে ১৩,৩৩৪ জনের নাম মেধাতালিকায় এসেছে। ৮,৯০০ জনের ইতিমধ্যেই প্রথম কাউন্সেলিং হয়ে গিয়েছে। দ্বিতীয় কাউন্সেলিং প্রক্রিয়া এখনও বাকি। ফের তারিখও দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চে (Division Bench) উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী শুনানি হবে।