Indian Railway: এবার নতুন নিয়ম ট্রেনের টিকিটে, জেনারেল টিকিটেও কার্যকরী এই নিয়ম

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Indian Railway Ticket Rule: অবশেষে স্বস্তি পেতে চলেছেন সেসমস্ত রেলযাত্রীরা যারা অসংরক্ষিত টিকিটে ভ্রমণ করেন। সূত্র থেকে জানা যাচ্ছে, অসংরক্ষিত টিকিটিং সিস্টেম (UTS)-এর মাধ্যমে যাত্রীরা এখন যেকোনো জায়গা থেকে যেকোনো স্টেশনের টিকিট বুক করতে পারবেন। কিন্তু এই সুবিধাটি শুধুমাত্র স্টেশন চত্বরের বাইরেই পাওয়া যাবে।

বাড়িতে বসেই এখন আনরিজার্ভড ও প্ল্যাটফর্ম টিকিট বুক করা সম্ভব

রেলওয়ে কর্তৃপক্ষ (Indian Railways), জিও-ফেন্সিংয়ের অভ্যন্তরীণ সীমানা ধরে রেখেছে। সৌরভ কাটারিয়া নামক একজন রেলের আধিকারিক জানাচ্ছেন, বাড়িতে বসেই যাত্রীরা এখন থেকে আনরিজার্ভড এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন।

তবে জিও-ফেন্সিংয়ের অভ্যন্তরীণ সীমা অব্যাহত থাকবে। অর্থাৎ, এই সুবিধাটি স্টেশন চত্বরের বাইরেই কেবল পাওয়া যাবে।

আরও পড়ুন: দু’দফায় লম্বা ছুটি আগস্টে, আনন্দে মাতোয়ারা সরকারি কর্মীরা! দেখুন ছুটির তালিকা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ

তবে রেলওয়ে কর্তৃপক্ষ (Indian Railways) জিও-ফেন্সিংয়ের বাইরের সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জিও-ফেন্সিংয়ের বাইরের সীমানা এর আগে ছিল ৫০ কিলোমিটার। অর্থাৎ স্টেশন থেকে ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকলে যাত্রীরা আনরিজার্ভড ও প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন।

তবে এই বিধিনিষেধটি নতুন ব্যবস্থায় তুলে নেওয়া হয়েছে। এর ফলে স্টেশনের টিকিট কাউন্টারের লম্বা লাইন থেকে যাত্রীরা এবার স্বস্তি পেতে পারবেন।

আরও পড়ুন: BSNL Recharge Plan: বিএসএনএল-এর ২০০ টাকার কমে রিচার্জ প্ল্যানে রয়েছে প্রচুর সুযোগ সুবিধা! দেখুন তালিকা

এছাড়াও আশা করা যাচ্ছে, এর ফলে রেলে যাতায়াতও সহজ হবে। যাত্রীরা এবার থেকে বাড়িতে বসেই রিজার্ভড টিকিটের মতো আনরিজার্ভড টিকিটও কাটতে পারবেন।

আরও পড়ুন: WBSSC: কারা অযোগ্য? নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে প্রাথমিক তালিকা জমা দিল এসএসসি

এই নতুন সিস্টেমের ফলে যাত্রীদের সময়ও বাঁচবে। এছাড়াও স্টেশনের লম্বা লাইনে টিকিট কাটার জন্য দাঁড়াতে হবে না। এই আনরিজার্ভড টিকিট আইআরসিটিসি (IRCTC)-এর ইউটিএস (UTS) অ্যাপের মাধ্যমে যাত্রীরা কাটতে পারবেন।

আরও পড়ুন: RRB Recruitment 2024: ভারতীয় রেলে ৭,৯৫১টি শূন্যপদে নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত