Ladla Bhai Yojana: কেন্দ্রীয় সরকার (Government of India) ও রাজ্য সরকার (Government of Maharashtra) উভয় সরকারের তরফ থেকে নারীদের সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের জনসাধারণ তথা নারীরা একাধিক সুবিধা ভোগ করে থাকে।
তবে এবার নারীদের পাশাপাশি পুরুষদের কথা ভেবে সরকার নতুন একটি প্রকল্প চালু করল। এই প্রকল্পের মাধ্যমে দেশের যুব সম্প্রদায় বিশেষ করে উপকৃত হবে। সরকারের চালু করা নতুন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবকরা ১০০০০ টাকা পর্যন্ত অনুদান পাবে।
দেশের যুব সম্প্রদায়ের কথা ভেবে এই দারুন প্রকল্পের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার একনাথ শিন্ডে (Eknath Shinde)। নতুন চালু করা এই প্রকল্পের নাম হল লাডলা ভাই যোজনা (Ladla Bhai Yojana)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুব সম্প্রদায়কে ৬০০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হবে। পাশাপাশি থাকছে এক বছরের জন্য শিক্ষানবিশ হিসাবে যুক্ত হওয়ার সুযোগ।
আরও পড়ুন: BSNL internet: দুরন্ত গতিতে চলবে ইন্টারনেট! BSNL-এর গ্রাহকদের ফোনে শুধু এই কাজটি করতে হবে
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Ladla Bhai Yojana) জানিয়েছেন রাজ্যের যুব সম্প্রদায়কে আর্থিক নিরাপত্তা প্রদান করার উদ্দেশ্যে এবং তারা যাতে সঠিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ পায় সেই লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকরা সুবিধা লাভ করতে পারবে।
কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?
মহারাষ্ট্রে বসবাসকারী যেসব যুবকের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে এবং যারা বেকার রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে।
আরও পড়ুন: সরাসরি শিক্ষক নিয়োগ চলছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে, বিস্তারিত জেনে নিন
প্রকল্পের অনুদান
১) যারা দ্বাদশ শ্রেণি পাশ রয়েছে তাদের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৬০০০ টাকা করে অনুদান দেওয়া হবে।
২) যারা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছে তারা এ প্রকল্পের মাধ্যমে পাবে মাসে ৮০০০ টাকা।
৩) যারা স্নাতক ডিগ্রী অর্জন করেছে তারা এই প্রকল্পের অনুদান হিসেবে প্রতি মাসে ১০ হাজার টাকা করে পাবে।
৪) পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবকদের বিভিন্ন কারখানায় শিক্ষানবিশ হিসাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।
তবে এই প্রকল্পে আবেদনকারী অবশ্যই মহারাষ্ট্রের স্থানীয় বাসিন্দা হবে এবং তাকে বেকার থাকতে হবে। পাশাপাশি আবেদনের জন্য আধার কার্ড সহ অন্যান্য একাধিক প্রয়োজনীয় নথি থাকতে হবে। আবেদনকারী অবশ্যই রাজ্যের যে কর্মসংস্থানের পোর্টাল রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করে রাখবে তবে তাকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।