UCO Bank Recruitment 2024: ইউকো ব্যাঙ্কে কর্মী নিয়োগ চলছে, সময় কম, শীঘ্রই আবেদন করতে পারেন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

UCO Bank Recruitment 2024: ইউকো ব্যাঙ্ক (UCO Bank)-এর তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। সমস্ত দেশ মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৫৪৪টি। এবং পশ্চিমবঙ্গ রাজ্যে মোট শূন্য পদের সংখ্যা হল ৮৮ টি। শুধুমাত্র স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন চলছে। প্রার্থীদের নির্ধারিত পদে নিয়োগের পর প্রতি মাসে ১৫০০০ টাকা করে বেতন প্রদান করা হবে। নিম্নে এই চাকরির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

ইউকো ব্যাঙ্ক (UCO Bank)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: সরাসরি শান্তিনিকেতনের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া সহ রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মোট শূন্যপদ (Total Vacancy)

সমস্ত দেশ মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৫৪৪টি। এবং পশ্চিমবঙ্গ রাজ্যে মোট শূন্য পদের সংখ্যা হল ৮৮ টি।

বয়সসীমা (Age Limit)

যারা এই চাকরির পথে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: Airtel Recharge Plan: এবার Airtel দিচ্ছে আনলিমিটেড ডেটা সহ ১০০ টাকার কমে রিচার্জ প্ল্যান! তালিকা দেখে নিন

বেতন (Salary)

যেসব প্রার্থীরা এই চাকরির পথে আবেদন করবে তাদের নির্দিষ্ট পদে নিয়োগের পর ইউকো ব্যাংকের তরফ থেকে ১০,৫০০ টাকা এবং সরকারের তরফ থেকে স্টাইপেন্ড হিসেবে ৪,৫০০ টাকা দেওয়া হবে অর্থাৎ প্রার্থীদের প্রতি মাসে মোট ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। ইউকো ব্যাংকের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট apprenticeshipindia.gov.in-এ গিয়ে অনলাইন আবেদন করতে পারবে প্রার্থীরা।

আরও পড়ুন: ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর পদে নিয়োগ চলছে, আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

যারা এই চাকরির পদে আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।

আরও পড়ুন: Breaking News: ফের ৯৪ জন চাকরিহারাকে শিক্ষকপদে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের!

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদনের কাজ শুরু হয়েছে বিগত ২ জুলাই তারিখে এবং আবেদন শেষ হবে আগামী ১৬ জুলাই তারিখে।

আরও পড়ুন: ১ লক্ষ টাকারও বেশি বেতনে অধ্যাপক সহ লাইব্রেরিয়ান পদে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত