দেশে এখন কতজন বেকার রয়েছে? সংসদে জানাল কেন্দ্র, কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Unemployment Rate in India & West Bengal: বর্তমান সময়ে বেকারত্ব ভয়াবহ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতের যে কোন রাজ্যেই এই বেকার সমস্যা যেন মাঝে মাঝে ভয়াল আকার ধারণ করে। কখনো আন্দোলন, অবরোধ বা ধর্মঘটের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা সরব হয়ে ওঠে।

যেকোনো দেশের বেকারত্ব সেই দেশের অর্থনীতির উপর বিশাল প্রভাব ফেলে। পাশাপাশি সামাজিক দিক থেকেও এর বড়সড় প্রভাব পড়ে। এবার অধিবেশনে এই বেকারত্ব নিয়ে দুটি প্রশ্ন সামনে এসেছিল। এই বিষয়ে সাংসদ অরুণ ভারতী (Arun Bharti) কয়েকটি প্রশ্ন সবার সামনে উপস্থাপন করেছিলেন। প্রশ্ন গুলি হল নিম্নরূপ-

১. বিহার সহদেশের অন্যান্য রাজ্য গুলিতে শহর ও গ্রাম ভিত্তিতে বেকারের সংখ্যা কত?

আরও পড়ুন: ১ লক্ষ টাকারও বেশি বেতনে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে চাকরির সুযোগ! কারা কীভাবে আবেদন করবেন?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

২. গ্রাম ও সহনির্বিশেষে ওসব বেকার চাকরিদের চাকরি দেওয়ার ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ গ্রহণ করছে?

৩. দেশের কোন কোন স্থানে বেকারত্বের সংখ্যা বেশি সেই স্থানের যাবতীয় তথ্য

৪. সরকার কর্তৃক যে প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পগুলির মাধ্যমে গত তিন বছরে কতজন ও যুবতী কাজের সুযোগ পেয়েছে?

সাংসদ অরুণ ভারতীর প্রশ্নের মতই একই প্রশ্ন রেখেছিলেন ছত্তীসগঢ়ের সাংসদ ব্রিজমোহন আগরওয়ালও। তবে এই বিষয়ে প্রশ্ন করলেও তার প্রশ্ন মূলত ছত্তীসগঢ় ঘিরেই ছিল।

আরও পড়ুন: IBPS PO 2024: ৪,০০০- এরও বেশি শূন্যপদে ১১টি ব্যাঙ্কে পিও নিয়োগ চলছে, কারা কিভাবে আবেদন করবেন?

তাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রমমন্ত্রকের (Ministry of labour and employment) প্রতিমন্ত্রী সুশ্রী শোভা করনলাজে (Sushri Shobha Karanlaje)

তিনি তার বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন যে, Periodic Labour Force Survey (PLFS)-এর মাধ্যমে ভারতে কাজের বাজার এবং বেকারত্ব সংক্রান্ত তথ্যপঞ্জি তৈরি করা হয়। আর এই সমীক্ষা পরিচালনা করে মিনিষ্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইম্পলিমেন্টেশন (Ministry of Statistics and Programme Implementation) বা MoSPI। এই কাজ হয়ে আসছে ২০১৭-১৮ সাল থেকে।  

সম্প্রতি পাওয়া বার্ষিক PLFS রিপোর্ট অনুযায়ী বেকারত্বের হার নির্ধারণ করা হয়েছে।

২০২২-২৩ সালে ১৫ বছর এবং তাঁর উপরের বয়সের নাগরিকদের ক্ষেত্রে বেকারত্বের হার (estimated Unemployment Rate) সমস্ত দেশের মধ্যে শহর এলাকায় ৫.৪ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ২.৪ শতাংশ।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে জেলায় গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন

আর ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে সমস্ত দেশ মিলিয়ে বেকারত্বের হার ১০%।

বয়সের ক্ষেত্রেও কাজের হার রয়েছে।  নিম্নে ১৫ বছর এবং তাঁর উপরের বয়সের নাগরিকদের ক্ষেত্রে কর্মী ও জনসংখ্যার আনুপাতির মান (estimated Worker Population Ratio) বা WPR তুলে ধরা হলো-

১) ২০২০-২১ সালে – ৫২.৬%

২) ২০২১-২২ সালে- ৫২.৯%

৩) ২০২২-২৩ সালে- ৫৬%

এটা তো অনুযায়ী অনেকে দাবী করেছেন যে সম্প্রতি বছর বছর কাজের পরিমাণ আগের তুলনায় অনেক বেড়েছে।

আরও পড়ুন: রাজ্যের BLRO অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

এই বিষয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন জানিয়েছেন যে ভারত সরকার বর্তমানে দেশের বেকারত্ব কিভাবে লাঘব করা যায় এবং একাধিক কাজের সোর্স তৈরি করা যায় তা নিয়ে গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে। ইতিমধ্যেই একাধিক কাজের সুযোগ তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিম্নে সে পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হলো-

দেশে একাধিক কাজের সোর্স তৈরি করার মাধ্যমে বেকারত্ব কম করার চেষ্টা করা হচ্ছে সে কাজগুলোর মধ্যে রয়েছে গ্রাম উন্নয়ন মন্ত্রক,  ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রক, অর্থ মন্ত্রক, আবাস ও নগর উন্নয়ন মন্ত্রক, বস্ত্র মন্ত্রক, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ইত্যাদি।  

সরকার করার লক্ষ্যে একাধিক প্রকল্প চালু করেছে যে প্রকল্প গুলি বেকারত্ব কম করতে সাহায্য করেছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো ১০০ দিনের কাজের প্রকল্প (MGNREGS), Rural Self Employment and training institute, প্রধানমন্ত্রী রোজগার প্রকল্প (Prime Minister Employmeny Generation Programme), প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Mudra Yojana), মনরেগা বা পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা, দীন দয়াল অন্ত্যোদয় যোজনা, ন্যাশনাল আর্বান লিভলিহুড মিশন, ইত্যাদি একাধিক প্রকল্প। শ্রমমন্ত্রকের প্রতিমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্প গুলির মাধ্যমে একাধিক কর্মসংস্থান তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: পোস্ট অফিসের GDS পদে পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক শূন্যপদের সংখ্যা প্রকাশিত হল, দেখে নিন এক ক্লিকে

২০২০-২১ থেকে ২০২২-২৩ সালে সমস্ত মোট কত শতাংশ বেকারত্ব ছিল  এবং Worker Population Ratio -এর নিরিখে কোন রাজ্য কোথায় রয়েছে সে বিষয়ে একাধিক তথ্য পেশ করা হয়েছে ঐদিন সংসদে।  তার মধ্যে পশ্চিমবঙ্গের কোথাও উঠে আসে।

নিম্নে পশ্চিমবঙ্গের Worker Population Ratio উল্লেখ করা হলো-

১) ২০২০-২১ – ৫৩ শতাংশ

২) ২০২১-২২ – ৫২.৭ শতাংশ

৩) ২০২২-২৩ – ৫৬.১ শতাংশ

পশ্চিমবঙ্গের বেকারত্বের হার(Unemployment Rate) হল নিম্নরূপ –

১) ২০২০-২১ – ৩.৫ শতাংশ

২) ২০২১-২২ – ৩.৪ শতাংশ

৩) ২০২২-২৩ – ২.২ শতাংশ