উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ! কোন কোন পড়ে নিয়োগ হবে? জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Uttar Banga Krishi Viswavidyalaya Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (Uttar Banga Krishi Viswavidyalaya) কর্তৃক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ICAR প্রজেক্টে এই কর্মী নিয়োগ করা হবে। অনেকদিন ধরেই যারা একটি চাকরির খোঁজ করছেন তাদের জন্য একটি একটি সুবর্ণ সুযোগ। আসুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে (Uttar Banga Krishi Viswavidyalaya) ICAR প্রজেক্টের জন্য কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

জুনিয়র ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি পদ মিলিয়ে মোট ৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বয়স সীমা (Age Limit)

এই পদগুলির জন্য আবেদনকারী জেনারেল (General) প্রার্থীদের বয়স ১.০১.২০২৪ তারিখের হিসাবে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং এসসি (SC), এসটি (ST) প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এই পদগুলিতে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ২৭,৫০০ টাকা থেকে ৩৫,৫০০ টাকা পর্যন্ত হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের (Uttar Banga Krishi Viswavidyalaya) অফিসিয়াল ওয়েবসাইট www.ubkv.ac.in-এ যেতে হবে। এরপর সেখান থেকে আবেদনপত্রটি ফিল আপ করে নিজের সমস্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

জেনারেল (General) ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে। এসসি (SC), এসটি (ST) ক্যাটাগরির প্রার্থীদের ২৫০ টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

ইন্টারভিউ বা অ্যাপ্টিটিউড টেস্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। তবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পাস করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন এই পদগুলিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত ভাবে জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে অনুরোধ করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ২৬.০৭.২০২৪ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

School Holiday List July 2024: জুলাই মাসে কত দিন ছুটি থাকবে? কবে কবে বন্ধ স্কুল-কলেজ ? দেখুন তালিকা

Punjab National Bank Recruitment 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

রাজ্যে সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

মহিলা ও পুরুষদের ৬,০০০ টাকা করে দেবে কেন্দ্র সরকার! কারা কী ভাবে পাবেন? জেনে নিন বিস্তারিত

Aadhaar Card কাদের বাতিল হচ্ছে? কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্র সরকার

Leave a Comment