Voter Mobile Number Link: আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে এখন সমস্ত নথি লিংক করানো বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এই অবস্থায় আপনি যদি সরকারের নির্দেশ অমান্য করেন তাহলে তাতে আপনারই ক্ষতি। পাশাপাশি আপনি একাধিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। আবার আপনার ভোটার কার্ডে যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে সে ক্ষেত্রে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকলে তাতে অনেক সুবিধা হয়।
আর এখন আধার কার্ডের সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা সরকারের তরফ থেকে জরুরী হিসেবে বলা হয়েছে। একাধিক সুবিধা রয়েছে। সাধারণভাবে যদি কোন ব্যক্তির ভোটার কার্ড ভুল থাকে তাহলে তা সংশোধন করার জন্য বিএলও-র কাছে আবেদন করতে হয়। আবার আবেদন করার পর ভোটার কার্ড ঠিক হতেও যথেষ্ট সময় লাগে। এই অবস্থায় ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে নিলে বাড়িতে বসেই ভোটার কার্ডের ভুল সংশোধন করা যায়।
ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন কীভাবে?
১) এর জন্য প্রথমে আপনাকে ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টালে যেতে হবে।
২) সেখানে রেজিস্টার করার পর লগইন করতে হবে।
আরও পড়ুন: ৩১,০০০ টাকা বেতনে কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ! জানুন বিস্তারিত
৩) এর পরে ‘ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যাজ নিউ ইউজার’-এ ক্লিক করতে হবে।
৪) সেখানে নিজের মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করার পর ‘সেন্ড ওটিপি’ তে ক্লিক করতে হবে।
৫) ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দিয়ে দেওয়ার পর এন্টার করতে হবে।
৬) তারপর ‘আই হ্যাভ ইপিআইসি নম্বর’ অপশন দেখা যাবে সেখানে ক্লিক করতে হবে।
৭) নিজের ভোটার আইডি থেকে এইবার ইপিআইসি নম্বর এন্টার করতে হবে।
৮) যদি আপনার ইপিআইসি নম্বর না থাকে তবে তার জন্য বিকল্প পদ্ধতি হিসেবে ‘আই ডোন্ট হ্যাভ ইপিআইসি নম্বর’-এ ক্লিক করতে হবে।
৯) সেখানে নিজের প্রথম নাম ও পদবী দেওয়ার পর নির্দিষ্ট জায়গায় মেইল আইডি বসাতে হবে।
১০) আপনার মেইল আইডি দেওয়ার পরপরই মেইলের মধ্যে মেইল এর মধ্যেই আপডেট সংক্রান্ত সমস্ত তথ্য চলে আসবে।
১১) এরপর একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করে ‘রেজিস্টার’ অপশনে ক্লিক করতে হবে।
১২) আপনার রেজিস্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর ও ভোটার কার্ড লিংক হয়ে যাবে।
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই ৩০,০০০ টাকা মাসিক বেতনে IRCTC তে চাকরির সুযোগ! কিভাবে আবেদন করবেন দেখুন
ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে কী কী সুবিধা পাওয়া যাবে?
১) সহজেই ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করা যাবে।
২) এখন নম্বর দিয়ে আপনার পরিবারসহ আপনার নিজের ভোটার আইডি সার্ভিস পোর্টালে রেজিস্টার করতে পারবেন।
৩) আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে ভোটার আইডি নম্বর আপনাকে না জানিয়ে ডিলিট করা হবে না।
৪) আপনার ভোটার কার্ডে যদি কোন বদল করতে হয় তাহলে নির্বাচন কমিশনের তরফ থেকে আপনাকে মেসেজ করে সে বিষয়ে অবগত করানো হবে।
৫) যতক্ষণ না আপনি নিজে থেকে আপনার ভোটার কার্ডের কোন তথ্য পরিবর্তন করছেন ততক্ষণ অন্য কেউ সেটি করতে পারবেনা।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links)
আরও পড়ুন: SAIL Recruitment 2024: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া-তে বিভিন্ন পদে নিয়োগ চলছে, সরাসরি আবেদন করুন