WB Co-Ordinator Recruitment 2023: বর্তমানে দেশের চাকরির যা অবস্থা তাতে অধিকাংশ প্রার্থী উচ্চতর ডিগ্রী অর্জন করে বেকার অবস্থায় বাড়িতে বসে আছে। তাদের হাতে কোন চাকরি নাই। সরকারি চাকরি যেন আকাশের চাঁদ হয়ে দাঁড়িয়েছে। যাকে কোনভাবেই হাসিল করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় বর্তমান বেকারত্বর মরশুমে আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের জন্য দারুন একটি সুখবর নিয়ে এসেছি।
আমাদের দেশে এমন অনেক চাকরিপ্রার্থী রয়েছে যারা আশা কর্মী পদে চাকরি করার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু নিয়োগ সংরক্ষিত জটিলতা বা নিয়োগ না হওয়ার কারণে তাদের এই ইচ্ছাটি প্রায়শই অপূর্ণ থেকে যায়। তবে আর নয় আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সকলের জন্য দারুন একটি সুখবর নিয়ে হাজির হয়েছি।
বিশেষ করে যারা আশা কর্মী পদে চাকরি করতে চাই তাদের জন্য এটি দারুন খবর। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আশা কর্মী পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বলা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের রাজ্যের কয়েকটি স্থানে নিয়োগ করা হবে।
ভালো বেতনে এমন একটি চাকরির দারুন সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আর আপনি যদি বেকার অবস্থায় ঘুরে বেড়ান তাহলে আপনার কাছে এটি সুবর্ণ সুযোগ। তাই এই সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন নিম্নে এই পদের ব্যাপারে সবিস্তারে আলোচনা করা হয়েছে।
District health and family welfare samity-এর তরফ থেকে পূর্ব বর্ধমান জেলার কয়েকটি সাব ডিভিশনে ASHA কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য বলা হয়েছে। তাই আপনারা আর দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন। কারণ সময় খুব সীমিত আর এই সীমিত সময়ের মধ্যে আবেদন করতে হবে কারণ সময় শেষ হয়ে গেলে কারো আবেদন আর গ্রহণ করা হবে না। কিন্তু তার আগে এই পদের নিয়োগ সম্পর্কিত সকল তথ্য জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
District health and family welfare samity-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
District health and family welfare samity-এর তরফ থেকে পূর্ব বর্ধমান জেলার কয়েকটি সাব ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে। যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম হলো- ASHA coordinator.
পূর্ব বর্ধমান জেলার কয়েকটি সাব ডিভিশনে আশা পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব সাব ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হলো নিম্নরূপ-
- Sadar (North) sub-Division
- Sadar (South) sub-Division
- Sadar (Kalna) sub-Division
- Sadar (Katwa) sub-Division
মোট শূন্যপদ (Total Vacancy)
এক্ষেত্রে সাব ডিভিশনে ব্লক অনুযায়ী প্রার্থী নিয়োগ করা হবে নিম্নে কোন সাব ডিভিশনে কতগুলি ব্লকের প্রার্থী নিয়োগ করা হবে এবং মোট শূন্য পদ কত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো-
ক্রমিক নম্বর | সাব- ডিভিশন | ব্লকের সংখ্যা | মোট শূন্য পদ |
1 | Sadar (North) sub-Division | ০৫ | ০৮ |
2 | Sadar (South) sub-Division | ০৫ | ০৬ |
3 | Sadar (Kalna) sub-Division | ০১ | ০১ |
4 | Sadar (Katwa) sub-Division | ০৫ | ০২ |
বয়সসীমা (Age Limit)
০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের বেতন ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের স্যার রয়েছে। SC/ST ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে।
বেতন (Salary)
সংশ্লিষ্ট পদে নিয়োগ করে প্রার্থীদের মাসিক ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
District health and family welfare samity-এর তরফ থেকে পূর্ব বর্ধমান জেলার আশা কর্মী পদে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। তবে আবেদনপত্রের ফর্ম টি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। পরে এই ফর্মটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা পূরণ করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সেল্ফ আটেস্টেড করে খামে ভরে নির্দিষ্ট ঠিকানাই গিয়ে জমা করে আসতে হবে।
গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)
District health and family welfare samity-এর তরফ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট পদ আবেদন করতে গেলে প্রার্থীদের যেসব নথিপত্র গুলি লাগবে সেগুলো হলো নিম্নরূপ-
- Madhyamik Admit Card/Birth certificate
- Voter card/Ration card
- MP, HS graduation marksheet and certificate
- Computer knowledge certificate
- SC/ST/OBC/pH certificate
- Working experience certificate
- self address envelope with stamp
- Other documents
আবেদনপত্র জমা করার ঠিকানা (Address to submit application for)
সংশ্লিষ্ট পদে আবেদন করার পর প্রার্থীদের নিজ নিজ Sab Divisional Office অর্থাৎ এসডিও অফিসে গিয়ে জমা করে আসতে হবে। আবেদনকারী প্রার্থীদের সুবিধার্থে কোন সাব ডিভিশনাল এলাকার প্রার্থীদের কোথায় আবেদন পত্র জমা করতে হবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।
ক্রমিক নম্বর | সাব ডিভিশন | আবেদনপত্র জমা করার ঠিকানা |
1 | Sadar (North) sub-Division | Sab-divisional officer, Sadar (North) sub-Division, P.O+Dist- Purba Bardhaman, PIN- 713101 |
2 | Sadar (South) sub-Division | Sab-divisional officer, Sadar (South) sub-Division, P.O+Dist- Purba Bardhaman, PIN- 713101 |
3 | Sadar (Kalna) sub-Division | Sab-divisional officer, Sadar (Kalna) sub-Division, P.O+Dist- Purba Bardhaman, PIN- 713409 |
4 | Sadar (Katwa) sub-Division | Sab-divisional officer, Sadar (Katwa) sub-Division, P.O+Dist- Purba Bardhaman, PIN- 713130 |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
সংশ্লিষ্ট পদে যারা আবেদন করবে তাদের প্রাতিষ্ঠানিক রেজাল্ট এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীদের ৫০ মার্কের একটি লিখিত পরীক্ষা এবং ২৫ মার্কের একটি কম্পিউটার টেস্ট দিতে হবে এতে যারা নির্বাচিত হবে তাদের সংশ্লিষ্ট পদে সাবডিভিশন অনুযায়ী বিভিন্ন ব্লকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের যেসব শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো হলো নিম্নরূপ। তবে শুধু শিক্ষাগত যোগ্যতাই নই, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে অন্যান্য যোগ্যতা হিসেবে আরো অনেক কিছু লাগবে সেই বিষয়ে সবই তারে আলোচনা করা হলো-
- সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি/সমাজবিজ্ঞান/সামাজিক নৃতত্ত্ব/ MSW/MBA/অর্থনীতি/পল্লী উন্নয়ন/ গণ যোগাযোগ অথবা যেকোন সাবজেক্টে স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে।
- এর সঙ্গে সঙ্গে অন্যান্য যোগ্যতা হিসেবে হেলথ প্রজেক্ট এর বিষয়ে যাবতীয় অভিজ্ঞতা থাকতে হবে।
- সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটারের বিষয়ে যাবতীয় জ্ঞান থাকতে হবে।
- আবেদনকারীকে নির্দিষ্ট সাব ডিভিশন এলাকার বাসিন্দা হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
আবেদনকারী প্রার্থীদের নির্দিষ্ট পদে আবেদন করতে হলে ২৪ নভেম্বর ২০২৩ তারিখ ০৩:০০ PM-এর মধ্যে আবেদন করতে হবে। অন্যথায় সময় পেরিয়ে গেলে কারো আবেদন আর গ্রহণযোগ্য হবে না।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥আমাদের গ্রুপে জয়েন করুন👉 | জয়েন করুন |
অফিসিয়াল ওয়েবসাইট👉 | এখানে দেখুন |
আরও পড়ুন:
👉 লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে রাজ্যে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি জেনে নিন (National Council of Science Museums Recruitment 2023)
👉 ৫০,০০০ টাকা বেতনে বিদ্যুৎ দপ্তরে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন | Powergrid Recruitment 2023
👉 EIL Recruitment 2023: EIL সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ৬০ হাজার টাকা প্রতি মাসে
FAQ
Q. District health and family welfare samity-এর তরফ থেকে পশ্চিমবঙ্গের কোন জেলায় কর্মী নিয়োগ করা হবে?
Ans: পূর্ব বর্ধমান জেলায় কর্মী নিয়োগ করা হবে।
Q.District health and family welfare samity-এর তরফ থেকে পূর্ব বর্ধমান জেলায় কোন পদে প্রার্থী নিয়োগ করা হবে?
Ans: পূর্ব বর্ধমান জেলায় আশা কর্মী পদে প্রার্থী নিয়োগ করা হবে।
Q. District health and family welfare samity-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ কত?
Ans: সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ ২৪ নভেম্বর ২০২৩ তারিখ ০৩:০০ PM পর্যন্ত।