Office of the Project Officer & ex Officio Joint Director of Agriculture Water Management Research Station-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে। ৬০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারে। নিয়োগকারী প্রার্থীদের মাসিক ১১,০০০ টাকা করে বেতন প্রদান করা হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Office of the Project Officer & ex Officio Joint Director of Agriculture Water Management Research Station-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বয়সসীমা (Age Limit)
সংশ্লিষ্ট পদের ৬০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
বেতন (Salary)
এই পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক ১১ হাজার টাকা করে বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য প্রথমে প্রার্থীদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে আবেদনের লিংকে ক্লিক করে সেটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এরপর নিজের সঠিক তথ্য দ্বারা ভালোভাবে পূরণ করে অফিসিয়াল নোটিসে উল্লিখিত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স এড করতে হবে। সব শেষে অফিশিয়াল ঠিকানায় গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে আসতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানাটি হল নিম্নরূপ-
Soil Testing Laboratory, O/O PO & Ex-officio JtDA, WMRS, Ranaghat , Nadia .
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এই পদে আবেদনকারী প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করার জন্য প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপর কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ২০ মার্কস থাকবে এবং ইন্টারভিউ এর উপর বাকি ১০ মার্কস থাকবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের জেলা আদালতে কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
B.Sc(Ag) অথবা Chemistry(Hons) ডিগ্রি থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
আবেদনের কাজ শুরু হয়েছে ২২/০২/২০২৪ তারিখ থেকে এবং আবেদনের কাজ শেষ হবে ০৬/০৩/২০২৪ তারিখে।