ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ২০২৩ (WBCS 2023) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হল। এই পরীক্ষাটি হয়েছিল ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখে। প্রায় ছয় মাস পর অবশেষে পরীক্ষাটির ফলাফল প্রকাশিত হল।
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ২০২৩ (WBCS 2023) প্রিলিমিনারি পরীক্ষায় ৪,৯৬০ জন পাস করে মেইন পরীক্ষার জন্য ছাড়পত্র পেয়েছেন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এই ৪,৯৬০ জন পরীক্ষার্থীর রোল নম্বর ওয়েবসাইটে প্রকাশ করেছে।
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, WBCS Mains পরীক্ষা আগামী ১৬,১৭,১৮ এবং ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে মেইন পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে, কমিশনের তরফ থেকে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ মার্কসও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবারে জেনারেল এবং ওবিসি বার্থীদের কাট অফ মার্কস ১০০ এর উপরে উঠেছে।
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ২০২৩ (WBCS 2023) পরীক্ষার কাট-অফ মার্কস:
(১) জেনারেল প্রার্থীদের কাট-অফ মার্কস: ১০১.২৫।
(২) ওবিসি-এ প্রার্থীদের কাট-অফ মার্কস: ১০১.২৫।
(৩) ওবিসি-বি প্রার্থীদের কাট-অফ মার্কস: ১০১.২৫।
(৪) তফসিলি জাতি প্রার্থীদের কাট-অফ মার্কস: ৯৪.৪।
(৫) তফসিলি উপজাতি প্রার্থীদের কাট-অফ মার্কস: ৭৬.২৫।
(৬) বিশেষভাবে সক্ষম-এ প্রার্থীদের কাট-অফ মার্কস: ৮০.২৫।
(৭) বিশেষভাবে সক্ষম-বি প্রার্থীদের কাট-অফ মার্কস: ৫৭।
(৮) বিশেষভাবে সক্ষম-সি প্রার্থীদের কাট-অফ মার্কস: ৬৮।
(৯) বিশেষভাবে সক্ষম-ডি প্রার্থীদের কাট-অফ মার্কস: ৩.৭৫।
(১০) মেধাবী ক্রীড়া ব্যক্তিদের কাট-অফ মার্কস: ৭৭.৭৫।
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ২০২৩ (WBCS 2023) প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখতে পাওয়া যাবে?
(১) প্রার্থীদেরকে প্রথমে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in – এ যেতে হবে।
(২) হোমপেজের উপরেই প্রথমে ‘Result/Recommendation’ অপশন দেখতে পাওয়া যাবে। সেই অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে প্রার্থীদের ‘Result’ এ ক্লিক করতে হবে।
(৩) এরপর একটি নতুন পেজ খুলে যাবে। সেই পেজে ‘ROLL NUMBERS OF 4960 CANDIDATES WHO HAVE BEEN QUALIFIED PROVISIONALLY FOR THE FINAL WRITTEN EXAMINATION IN WEST BENGAL CIVIL SERVICES (EXE.) ETC. (PRELIMINARY) EXAMINATION, 2023. (ADVT. NO. 01/2023)’ এরকম একটি নোটিশ দেখা যাবে।
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় সংস্থা রাইটসে চাকরির সুযোগ! বিস্তারিত জেনে নিন
(৪) এই লিঙ্কের ওপর ক্লিক করতে হবে। সেই লিঙ্কটির ওপর ক্লিক করলে একটি পিডিএফ খুলে যাবে। এই পিডিএফ এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ২০২৩ (WBCS 2023) প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেখতে পাওয়া যাবে। ৪,৯৬০ জন উত্তীর্ণ প্রার্থীর রোল নম্বর এই পিডিএফ-এ দেওয়া আছে।
আরও পড়ুন: Big News: কলেজে অধ্যাপনার জন্য WB SET পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল CSC, জেনে নিন বিস্তারিত
গুরুত্বপূর্ণ লিংক (Important Links):
Download Result | Click Here |
আরও পড়ুন: Airtel এনেছে একগুচ্ছ আনলিমিটেড 5G ও কলের প্ল্যান! তালিকা দেখে নিন