৩৫,৮০০ টাকা বেতনে রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ চলছে (WBPSC Recruitment 2024)

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

WB PSC Recruitment 2024: West Bengal Public Service Commission (PSC)- এর তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যারা ইচ্ছুক রয়েছেন তারা আবেদন জানাতে পারেন। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৪: নিয়োগকারী সংস্থার নাম 2023: (WBPSC Recruitment 2024: Name of the Recruitment Organization)

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৪: পদের নাম (WBPSC Recruitment 2024: Name of the Post)

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC Recruitment 2024)-এর তরফ থেকে Foreman/Apprenticeship Supervisor পদে কর্মী নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৪: মোট শূন্যপদ: (WBPSC Recruitment 2024: Total Vacancy)

সবগুলো পদ মিলিয়ে মোট ২৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৪: বয়সসীমা (WBPSC Recruitment 2024: Age Limit)

০১.০১.২০২৪ অনুসারে প্রার্থীদের বয়স ৩৭ বছরের নিচে হতে হবে। এর নিচে যেকোন বয়সের প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৪: বেতন (WBPSC Recruitment 2024: Salary)

সংশ্লিষ্ট পদে নিয়োগের পর প্রার্থীদের সর্বনিম্ন ৩৫,৮০০ টাকা থেকে সর্বোচ্চ ৯২,১০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৪: আবেদন প্রক্রিয়া (WBPSC Recruitment 2024: Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে অনলাইন (Online) মাধ্যমে। এর জন্য প্রার্থীদের মূল অফিসিয়াল ওয়েবসাইটে (psc.wb.gov.in) গিয়ে আবেদন করতে হবে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৪: আবেদন ফি (WB PSC Recruitment 2024: Application fee)

WB PSC-এর নির্দিষ্ট পদে আবেদনের পর ১৬০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৪: শিক্ষাগত যোগ্যতা (WBPSC Recruitment 2024: Educational Qualification)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের Mechanical/ Electrical/ Electronics/ Automobile/ Computer Science Engineering-এ ডিপ্লোমা কোর্স থাকতে হবে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৪: আবেদনের শেষ তারিখ (WBPSC Recruitment 2024: Last date of application )

আবেদনের কাজ শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ হল ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ৩:০০ টে পর্যন্ত।

এছাড়াও এই পদের ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment