WBSSC: এসএসসি-র ২৬,০০০ চাকরি বাতিল মামলায় বড়ো আপডেট! SSC যাচ্ছে সুপ্রিম কোর্টে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এসএসসি (WBSSC) ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এলো নয়া আপডেট। এবার SSC সুপ্রিম কোর্টের দারস্থ হতে চলেছে তথ্য গরমিল জনিত প্রশ্নের ব্যাখ্যা নিয়ে। সূত্র মারফত জানা গিয়েছে, SSC-এর সুপারিশের হিসেব ও পর্ষদের নিয়োগপ্রাপ্তদের সংখ্যার হিসেবের মধ্যে গরমিল দেখা যাচ্ছে।

আগামী ১৬ই জুলাই সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার কর্মরত শিক্ষক, শিক্ষাকর্মী ও বঞ্চিত চাকরিপ্রার্থীরা। প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যত জড়িয়ে আছে এই মামলার সাথে।

মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগের সংখ্যার হিসাবের সাথে স্কুল সার্ভিস কমিশনের (SSC) সুপারিশের সংখ্যার মধ্যে তথ্যের গরমিল আছে। আর এই বিষয়টি কলকাতা হাইকোর্টে বারবার উঠে এসেছিল শুনানির সময়। এবার এই তথ্যের গরমিলের সঠিক ব্যাখ্যাই সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। স্কুল সার্ভিস কমিশন (SSC) এখন আপ্রাণ চেষ্টা করছে যাতে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি না যায়। এসএসসি (SSC)-এর সুপারিশের সাথে পর্ষদের সংখ্যার যে তথ্যের অমিল আছে কিভাবে তার ব্যাখ্যা দেওয়া যাবে সেই বিষয়ে জোর তৎপরতা চালাচ্ছে এসএসসি (SSC)।

আরও পড়ুন: ৩১,০০০ টাকা বেতনে কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ! জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবি ফিরদৌস শামীম জানান এই মামলাটির শুনানি যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন এসএসসি ও পর্ষদ এ বিষয়ে হলফনামা জমা দিয়েছিল। সেখানে দেখা যায় বোর্ড ও এসএসসির দেওয়া তথ্যের মিল নেই। এবার দেখা যাক এসএসসি যে তথ্য দেবেন তার সাথে যদি আগের দেওয়া তথ্যের গরমিল হয়, সেটি তারা আদালতের নজরে আনবেন তারপর আদালত যা বিচার করার তা করবেন।

আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই ৩০,০০০ টাকা মাসিক বেতনে IRCTC তে চাকরির সুযোগ! কিভাবে আবেদন করবেন দেখুন

Voter ID Mobile Number Link: ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করলে এই সুবিধাগুলি বাড়ি বসেই পাবেন! রইলো লিঙ্কের পদ্ধতি

Indian Railway Recruitment: ১৮,৭৯৯ শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় রেল! কলকাতায় কতগুলি শূন্যপদ ? রইলো বিস্তারিত