ইন্টারভিউয়ের মাধ্যমে ওয়েবেল টেকনোলজি লিমিটেডে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Webel Recruitment 2024: ওয়েবেল টেকনোলজি লিমিটেড (Webel Technology Limited)-এর তরফ থেকে সিনিয়র সফট্ওয়্যার ডেভেলপার এবং সফট্ওয়্যার ডেভেলপার পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট পাঁচটি শুন্যপদ রয়েছে। নিযুক্তদের প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। নিম্নে এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

ওয়েবেল টেকনোলজি লিমিটেড (Webel Technology Limited)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

সিনিয়র সফট্ওয়্যার ডেভেলপার এবং সফট্ওয়্যার ডেভেলপার পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: দামোদর ভ্যালি কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ চছে, বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মোট শূন্যপদ (Total Vacancy)

সবকটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে পাঁচটি।

বেতন (Salary)

যেসব প্রার্থীদের সিনিয়র সফট্ওয়্যার ডেভেলপার পদে নিয়োগ করা হবে তাদের প্রতিমাসে ৪০ হাজার টাকা এবং সফট্ওয়্যার ডেভেলপার হিসাবে নিযুক্তদের প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন: TCS Job: ৪০,০০০ জনকে চাকরি দিচ্ছে TCS, বিরাট উদ্যোগ রতন টাটার সংস্থার

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট চাকরির পদে যারা আবেদন করবে তাদের আবেদন করতে হবে ইমেল মাধ্যমে। আবেদন সম্পর্কে বিস্তারিত জানুন সংস্থার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ থেকে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যেসব প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করবে তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Reliance jio: গ্রাহকদের স্বার্থে সস্তায় একাধিক রিচার্জ প্ল্যান আনলো Jio! তালিকা দেখে নিন

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

প্রত্যেকটি পদে আবেদন করতে হলে প্রার্থীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে এই ব্যাপারে সম্পূর্ণ জানুন অফিশিয়াল নোটিশ বা ওয়েবসাইট থেকে।

আরও পড়ুন: বেকারত্বের দিন শেষ! রোজগারের পথ দেখাচ্ছে এই ৩ সরকারি স্কিম, কত টাকা পাবেন? জানুন বিস্তারিত

আবেদনের শেষ তারিখ (Last date of application)

সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করা যাবে আগামী ২৬ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।