উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে পৌর কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

West Bengal Municipal Service Commission-এর তরফ থেকে Sanitary Inspector পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের একাধিক স্থানে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট ১৯ টি শূন্য পদ রয়েছে। এই পদে নিয়োগ গাড়ির প্রার্থীদের মাসিক ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

West Bengal Municipal Service Commission-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

Sanitary Inspector পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

মোট ১৯ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বয়সসীমা (Age Limit)

০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

বেতন (Salary)

এই পদে যাদের নিয়োগ করা হবে তাদের মাসিক ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করা যাবে অনলাইন মাধ্যমে। আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.mscwb.org-এ গিয়ে আবেদন করতে হবে।

আবেদন ফি (Application Fee)

আবেদন ফি হিসেবে প্রার্থীদের ২০০ টাকা প্রদান করতে হবে। আর এস সি এস টি ও প্রতিবন্ধী প্রার্থীদের শুধুমাত্র ৫০ টাকা প্রদান করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

চাকরির পদে প্রার্থীদের নিয়োগ করার জন্য যারা আবেদন করবে তাদের ২০০ মার্কসের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপরে ৪০ মার্কসের একটি পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। যারা উত্তীর্ণ হবে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এর সঙ্গে সঙ্গে ‘Sanitary Inspectorship’ এর উপর ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদে আবেদনের শেষ তারিখ হল ১৯.০৪.২০২৪ তারিখ।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment