West Bengal Police Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে ভবানী ভবনে পশ্চিমবঙ্গ পুলিশ অধিদপ্তর বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট-এ কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট-এ কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
সিনিয়র সফটওয়্যার ডেভেলপার (Senior Software Developer), সফটওয়্যার ডেভেলপার (Software Developer), সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর (System Administrator) পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Independence Day 2024: এবার দেশ ৭৭ তম নাকি ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে? দূর করুন বিভ্রান্তি
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সবগুলি পদ মিলিয়ে মাত্র ৩টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা (Age Limit)
আবেদনকারীদের বয়সসীমা বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা নেই।
আরও পড়ুন: ৭৯৫১টি শূন্যপদে ভারতীয় রেলে নতুন কর্মী নিয়োগ শুরু, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত
বেতন (Salary)
- সিনিয়র সফটওয়্যার ডেভেলপার (Senior Software Developer) পদে নিয়োগের পর কর্মীদের মাসিক বেতন ৪০,০০০ টাকা হবে।
- সফটওয়্যার ডেভেলপার (Software Developer) পদে নিয়োগের পর কর্মীদের মাসিক বেতন ৩৩,০০০ টাকা হবে।
- সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর (System Administrator) পদে নিয়োগের পর কর্মীদের মাসিক বেতন ২৯,০০০ টাকা হবে।
আরও পড়ুন: ৭৯৫১টি শূন্যপদে ভারতীয় রেলে নতুন কর্মী নিয়োগ শুরু, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in/wbp/SD/OnlineApplication.aspx-এ গিয়ে আবেদন জানাতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
অনলাইন পরীক্ষা/ লিখিত পরীক্ষা/প্র্যাক্টিকাল পরীক্ষা/ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: এবার সিভিকদের দাদাগিরি শেষ! কড়া নির্দেশিকা রাজ্য সরকারের!
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা চাওয়া হয়েছে।
- সিনিয়র সফটওয়্যার ডেভেলপার (Senior Software Developer) পদের জন্য আবেদনকারী প্রার্থীদের MCA/M.Sc in IT/ Computer Science or BE/ B.Tech. in IT ইত্যাদি যোগ্যতার প্রয়োজন।
- সফটওয়্যার ডেভেলপার (Software Developer) পদের জন্য আবেদনকারী প্রার্থীদের MCA/M.Sc in IT/ Computer Science or BE/B.Tech. in IT/ Computer Science ইত্যাদি যোগ্যতার প্রয়োজন।
- সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর (System Administrator) পদের জন্য আবেদনকারী প্রার্থীদের B.Tech/BE/MCA/M.Sc ইত্যাদি যোগ্যতার প্রয়োজন।
এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ০৮.০৮.২০২৪ তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৩.০৮.২০২৪ তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Website/Apply Online | Click Here |
Official Notification | Click Here |