BSNL internet: দুরন্ত গতিতে চলবে ইন্টারনেট! BSNL-এর গ্রাহকদের ফোনে শুধু এই কাজটি করতে হবে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

সম্প্রতি জিও (Jio), এয়ারটেল (Airtel) সহ অন্যান্য বিভিন্ন টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার ফলে সাধারণ গ্রাহকরা অনেক সমস্যার মধ্যে পড়েছে। অনেকেই তাদের সিম কার্ড রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এ পোর্ট করতে চাইছেন। তবে এই সংস্থার ইন্টারনেটের স্পিড এবং তার কলড্রপের সমস্যা থাকায় গ্রাহকরা এই কাজটি করতেও ভয় পাচ্ছে। তবে সেই চিন্তার দিন শেষ। কারণ মোবাইল ফোনে এই কাজটি করে রাখলে ইন্টারনেটের স্পিড জনিত সমস্যার সমাধান করা যাবে। তবে সেটি কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

BSNL-এর দ্রুত ইন্টারনেট পেতে কী করতে হবে?

১) এর জন্য প্রথমেই আপনাকে ফোনের সেটিং অপশনে যেতে হবে।

২) সেখানে গিয়ে নতুন একটি উইন্ডো ওপেন হবে।

৩) এরপর প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ অপশনে গিয়ে ক্লিক করতে হবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: সরাসরি শিক্ষক নিয়োগ চলছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে, বিস্তারিত জেনে নিন

৪) এতে চারটি অপশন দেখা যাবে সেগুলি হলো 5G/4G/3G/2G। এর মধ্যে থেকে অপশনটি সিলেক্ট করতে হবে।

৫)  আপনার মোবাইল ফোনের এক নম্বর স্লিম স্লটে BSNL-এর সিমকার্ড সিলেক্ট করে রাখুন। পাশাপাশি ফোনের সেটিংসে গিয়ে প্রাইমারি সিম হিসেবে BSNL  সিলেক্ট করুন।

আরও পড়ুন: IOCL Recruitment 2024: মাধ্যমিক পাশেই প্রচুর শূন্যপদে ইন্ডিয়ান ওয়েলে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

৬) BSNL-এর সংযোগ সঠিকভাবে ব্যবহার করতে ও ইন্টারনেটের স্পিড যদি কম থেকে ও কলে কথা বলতে সমস্যা হয় তাহলে দেখেছে সমস্যার সমাধান হিসেবে একবার ফোনটি এরোপ্লেন মোডে অন করে দিন। এরপর কয়েক সেকেন্ড পর আবার অফ করে দিন। এতে  আশা করা যায় আপনার  ফোনের ইন্টারনেট জনিত সমস্যা বা অন্য সমস্যা কেটে যাবে।

আরও পড়ুন: PM Awas Yojana: প্রকাশিত হয়েছে পিএম আবাস যোজনার নতুন লিস্ট, তালিকায় আপনার নাম আছে কিনা দেখে নিন, রইল পদ্ধতি