WBSSC: এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কবে হবে? বড় খবর সামনে এল

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এর তরফ থেকে যে ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছিল তা এখন সুপ্রিমকোর্টের (Supreme Court)-এর অধীনে রয়েছে। মামলা শুরুর পর থেকে একাধিক ডেট পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই মামলার ফাইনাল ফয়সালা ঘোষনা করা হয়নি।

এর পূর্বে ১৬ ই আগস্ট ওই মামলার তারিখ ছিল কিন্তু ঐদিন ২১ দিনের জন্য মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। অর্থাৎ ১৬ জুলাইয়ের পরে পরবর্তী ৬ আগস্ট তারিখে এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু ওই তারিখেও মামলার শুনানি ঘোষণা করা হয়নি এরপরে আবার তারিখ পিছিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয় যে সমস্ত পক্ষের মতামত জেনে তবেই এই মামলার ফাইনাল ঘোষণা করা হবে।

আরও পড়ুন: 7th Pay Commission: বর্ধিত DA-র টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেপ্টেম্বরেই, সরকারি কর্মীদের মাইনে কত হবে?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

সুপ্রিম কোর্ট (Supreme Court)-এর প্রকাশিত কম্পিউটার জেনারেটর তথ্যের ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে মামলার পরবর্তী শুনানি ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে হতে পারে।

এসএসসি (SSC)-র মামলাটি বর্তমানে বিচারপতি চন্দ্রচূড় (Dhananjaya Y. Chandrachud) বিচারপতি জেবি পাদরিওয়ালা (Jamshed Burjor Pardiwala) ও বিচারপতি মনোজ মিশ্রের (Manoj Misra) ডিভিশন বেঞ্চে রয়েছে। বিগত ১৩ ই আগস্ট তারিখে ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

কিন্তু অন্য একাধিক মামলায় ব্যস্ত থাকার দরুন এসএসসির মামলার শুনানি ঘোষণা হয়না। সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে এই মামলার বিষয়ে সমস্ত পক্ষের মতামত জেনে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে এই মামলায় একাধিক নতুন আবেদন জমা পড়েছে।

আর আদালত তাদের বক্তব্য ৪ সদস্যের কমিটিকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন। আগামী সোমবারের মধ্যে তারা নিজেদের বক্তব্য কমিটিকে জানাবে। সুপ্রিম কোর্ট (Supreme Court)-এর তরফ থেকে এই মামলায় পাঁচ পক্ষকে তাদের বক্তব্য জমা করতে বলা হয়েছিল।

আরও পড়ুন: রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আর আদালতের নির্দেশে ১০ হাজার ২৬৯ পাতার বক্তব্য জমা করা হয়। সুপ্রিম কোর্ট (Supreme Court)-এর তরফ থেকে যে পাঁচ পক্ষের বক্তব্যের কথা বলা হয় সেই পাঁচ পক্ষ হল রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মামলাকারী ও যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে তারা।

কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এর তরফ থেকে এসএসসি ২৬০০০ চাকরি বাতিল করা হয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার (Government of West Bengal) ও এসএসসি (SSC)। এখন মামলাটি এখন সুপ্রিম কোর্ট (Supreme Court)-এর অধীনে রয়েছে।