দেশের শীর্ষস্থানীয় তিনটি মোবাইল টেলিকম সংস্থা জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi), এয়ারটেল (Airtel) জুলাই মাসের শুরুতেই তাদের প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করছে। জিও (Jio) এবং এয়ারটেল (Airtel) তাদের রিচার্জের নতুন দাম ৩ জুলাই থেকে এবং ভোডাফোন-আইডিয়া (Vi) ৪ জুলাই থেকে কার্যকর করেছে।
জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন-আইডিয়া (Vi) তাদের রিচার্জের দাম বৃদ্ধি করার ফলে মধ্যবিত্ত গ্রাহকদের পকেটে টান পড়তে শুরু করেছে। তাই গ্রাহকরা এখন কোন রিচার্জ প্ল্যানটি সব থেকে সস্তা এবং ভালো হবে তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে জিও (Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন-আইডিয়া (Vi) এই তিনটি কোম্পানির ২৮ দিনের প্ল্যান সম্পর্কে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল।
জিও (Jio)-এর ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিও (Reliance Jio) অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় অনেক সস্তা প্ল্যান অফার করছে। জিও (Jio) এর ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। জিও (Jio)-এর এই ২৯৯ টাকার প্ল্যানটিতে দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধাও পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানটিতে গ্রাহকরা JioCinema, JioCloud এবং JioTV অ্যাক্সেসের সুবিধাও পাবেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেবে কেন্দ্র সরকার! কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত
এয়ারটেল (Airtel)-এর ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেল (Airtel)-এর ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস -এর সুবিধা পেয়ে যাবেন। এয়ারটেল (Airtel)-এর ৩৪৯ টাকার এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানটিতে গ্রাহকরা অতিরিক্ত সুবিধা হিসেবে ৩ মাসের Apollo 24/7 সার্কেল, বিনামূল্যে হ্যালোটিউনস এবং বিনামূল্যে উইঙ্কস মিউজিক অ্যাক্সেসের সুবিধা পাবেন।
আরও পড়ুন: ATM কার্ড না থাকলেও টাকা তোলা যাবে! রইলো টাকা তোলার পদ্ধতি
ভোডাফোন-আইডিয়া (Vi)-এর ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান
জিও (Jio) এবং এয়ারটেল (Airtel)-এর মতো ভোডাফোন-আইডিয়া (Vi)-ও তার গ্রাহকদের জন্য ২৮ দিনের ভ্যালিডিটি সম্পন্ন একটি প্ল্যান এনেছে। Vi-এর ৩৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন। এছাড়াও এই প্ল্যানটিতে মধ্যরাত ১২টা থেকে সকাল ৬ টা পর্যন্ত সীমাহীন ডেটা প্যাক এবং সপ্তাহান্তে ডেটা রোলওভারের সুবিধাও পাওয়া যাবে।