কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে আবারও একটি বড় ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের তরফ থেকে যতগুলি ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) দেওয়া হয়েছে তা সবগুলো বাতিল। গত বুধবার হাইকোর্টের এরকম নির্দেশে শোর গোল পড়েছে চারিদিকে।
কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ওবিসি সংরক্ষণ মামলায় ১৪ বছর রায় ঘোষণা করল। কত বুধবার এ রায় ঘোষণা করেছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী (Tapobrata Chakraborty) ও বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha) ডিভিশন বেঞ্চ৷
হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, ২০১০ সালের পর থেকে যতগুলি অভিষেক সংরক্ষণ তালিকা তৈরি করা হয়েছে তা সবগুলো বাতিল। তবে ২০১০ সালের আগে যে ওবিসি তালিকা গুলি তৈরি করা হয়েছিল সেগুলি বহাল থাকবে। এতদিন পর্যন্ত যারা ওবিসি সংরক্ষণ তালিকার মাধ্যমে চাকরি পেয়েছে বা এখনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের পুরনো সংরক্ষণ তালিকা ভিত্তিতে চাকরি দেওয়া হবে। আর ও বেশি সংরক্ষণ তালিকা নতুন করে প্রকাশ করা হবে।
আদালতের তরফ থেকে বলা হয়েছে যারা ওবিসি-র মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল করা হবে না। পাশাপাশি যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারাও চাকরি পাবেন। শুধুমাত্র ২০১০ সালের পর থেকে যে ও বেশি গুলি তৈরি করা হয়েছে সেগুলি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে নতুন ওবিসি সংরক্ষণ তালিকা ১৯৯৩ সালের আইন মেনে তৈরি করতে হবে।