E-Pan Card: আবেদনকারীদের জন্য স্বস্তির খবর। সবচেয়ে কম সময়ের মধ্যে আবেদনকারীদের প্যান কার্ড দেওয়ার জন্য উদ্যোগী হল আয়কর বিভাগ (Income Tax Department)। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় সরকার ১০ মিনিট বা তার কম সময়ের মধ্যে ই-প্যান দেওয়া সিদ্ধান্ত নিয়েছে।
নতুন ই-প্যান কার্ড সম্পর্কে জানুন কিছু কথা
১) কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর লোকসভায় জানিয়েছেন “রিয়েল টাইম প্যান/ট্যান প্রসেসিং সেন্টার” (আরটিপিসি) থেকে আধার ভিত্তিক ই-কেওয়াইসি এর মাধ্যমে ১০ মিনিটেরও কম সময়ে ই-প্যান দেওয়ার ভাবনাচিন্তা চলছে।
২) সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) ২০১৮ সালের ডিসেম্বর মাসে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায় যেসব ই-প্যান কার্ড একটি QR কোড সহ ইলেকট্রনিকভাবে PDF ফর্ম্যাটে দেওয়া হয়েছে সেগুলো বৈধ প্যান কার্ড৷
আরও পড়ুন: দারুণ খবর! আর দাঁড়াতে হবে না রেশন লাইনে! জনসাধারণের জন্য বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের
৩) আয়কর বিভাগ ইলেকট্রনিক প্যান কার্ড (ই-প্যান) আধার ভিত্তিক ই-কেওয়াইসি ব্যবহার করে ইলেকট্রনিক ফর্ম্যাটে তৈরি করবে। ইমেল মারফত ই-প্যান পাঠানো হবে। এটি একটি ডিজিটাল স্বাক্ষরিত নথি হিসেবে গণ্য হবে। এটি বিভিন্ন সংস্থার কাছে পরিচয় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে।
৪) মনে রাখতে হবে এই ই-প্যান এর সুবিধা তারাই পাবে যারা বৈধ আধার কার্ড প্রাপক ভারতীয় নাগরিক।
আরও পড়ুন: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ! কোন কোন পদে নিয়োগ চলছে? রইলো বিস্তারিত
৫) ফিজিক্যাল প্যান কার্ড পাওয়ার সময়সীমা কমানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। এরজন্য পরিকাঠামোগত আপগ্রেডেশানের প্রক্রিয়া চলছে। আধার ভিত্তিক ই-কেওয়াইসি ব্যবহার করে এই সুবিধা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ৩৩,১০০ টাকা বেতনে রাজ্যের নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত
একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্টে প্রকাশ পেয়েছে যে দেশের বিভিন্ন প্রান্তে প্যান কার্ডের অপব্যবহারের মাধ্যমে বেশ কিছু অপরাধমূলক কার্যকলাপের ঘটনা ঘটে চলেছে। এক্ষেত্রে দেখা গিয়েছে প্রবীণ নাগরিক, মৃত ব্যক্তি, কৃষকদের প্যান কার্ডের নম্বর হাতিয়ে প্রতারকরা অপরাধ মূলক কাজ করে চলেছে। মুম্বাইয়ের বাসিন্দা এক প্রবীণ নাগরিক অভিযোগ করেছেন সম্পত্তি রেজিস্ট্রেশন করার কাজে তাঁর প্যান কার্ডের অপব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন: Aadhaar Ration Link: আধার কার্ডের সাথে রেশন কার্ড কীভাবে লিঙ্ক করবেন? রইলো পদ্ধতি