আর দাঁড়াতে হবে না লাইনে! এবার কার্ড ঘষলেই পাবেন রেশন, চালু হল রাইস এটিএম

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Rice ATM: কেন্দ্র সরকার (Government of India) বা রাজ্য সরকার (Government of West Bengal) দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের জন্য নানা ধরনের প্রকল্প চালু করেছে বিভিন্ন সময়। আমাদের দেশের প্রায় ৮০ কোটি মানুষকে প্রতি মাসে বিনামূল্যে গনবন্টন ব্যবস্থার মাধ্যমে চাল ও গম দেওয়া হয়ে থাকে। তবে উপভোক্তাদের জন্য এল দারুন এক সুখবর। এখন থেকে আর দীর্ঘ লাইনে দাড়িয়ে রেশন তোলার ঝঞ্ঝাট শেষ হতে চলেছে। 

রেশন ব্যবস্থায় চালু করা হয়েছে চালের এটিএম (ATM)। হ্যা ঠিকই শুনেছেন যেমন ব্যাঙ্কের এটিএম কার্ড (ATM Card) দিয়ে যখন তখন মেশিন থেকে টাকা তোলা যায়। তেমনি ভাবেই কার্ডের মাধ্যমে তোলা যাবে রেশনের চাল। ফলে লম্বা লাইনে দাঁড়িয়ে রেশন তোলার দিন শেষ হতে চলেছে। কীভাবে এই প্রক্রিয়া কাজ করবে, কোথায় চালু হল এই চালের এটিএম তার বিস্তারিত বিবরণ এই প্রতিবেদনে দেওয়া হল।

চালের এটিএম (ATM) কাজ করবে কীভাবে?

সূত্র মারফত জানা গিয়েছে এই চালের ATM-এ ব্যাঙ্কের  ATM মেশিনের মতো টাচস্ক্রিনের ব্যবস্থা করা থাকবে। সেখানে প্রথমেই গ্রাহক নিজের রেশনকার্ডের নাম্বার টাইপ করবে। এরপর গ্রাহকের বায়োমেট্রিক অথেনটিকেশন দিতে হবে মেশিনে। নিজের আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক অথেনটিকেশন ভেরিফিকেশন করতে হবে। সবকিছু ঠিক থাকলেই গ্রাহক তার রেশনকার্ড প্রতি যতটা চাল পাবেন সেটি মেশিন থেকে বেরিয়ে আসবে। গ্রাহকরা এই মেশিনের মাধ্যমে ২৫ কেজি পর্যন্ত চাল পেয়ে যাবেন।

আরও পড়ুন: গ্রাহকদের ক্ষোভ মেটাতে বিশাল সস্তার প্ল্যান আনলো Jio! মাত্র ১৭২ টাকায় প্রচুর সুবিধা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

অভিনব সিস্টেমটি চালু হল কোথায়?

ওড়িশার ভুবনেশ্বরের মঞ্চেশ্বরে এই অভিনব চালের এটিএম চালু করা হয়েছে। এটির উদ্বোধন করেন ওডিশা সরকারের খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ক্রুশনাচন্দ্র পাত্র।

গত ২০ই জুন ওডিশা সরকার এই প্রকল্পের কথা ঘোষণা করেন। সরকারি সূত্র থেকে জানা গিয়েছে খুব তাড়াতাড়ি গোটা রাজ্যে ৩০টি এরকম চালের এটিএম চালু করা হবে। এছাড়া কেন্দ্র সরকারের এক দেশ এক রেশন প্রকল্পের অধীন অন্য রাজ্যেগুলিতে এইরকম চালের এটিএম বসানো হবে।

আরও পড়ুন: Teacher Recruitment: অবশেষে ৩৫,০০০-এরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, কারা আবেদন করবেন?

একাধিক রাজ্যে এর আগে অনেকবারই রেশন কার্ড (Ration Card) জালিয়াতির খবর পাওয়া গিয়েছে। ফলে ভুয়ো গ্রাহক চিহ্নিত করে তাদের নাম সহজে বাতিল করা যাবে এই চালের এটিএম চালু হলে। সেক্ষেত্রে প্রকৃত গ্রাহকের হয়রানি কমবে ও সহজেই আসল গ্রাহকদের চিহ্নিত করা হবে।

আরও পড়ুন: Job Offer: ১০ লাখ কর্মী নিয়োগ করা হবে এই ইন্ডাস্ট্রিতে, এই মাসেই হবে বড় নিয়োগ