Post Office Scheme: আপনার ৫ লক্ষ টাকা হবে ১৫ লক্ষ! সন্তানের ভবিষ্যতের জন্য পোস্ট অফিসের সেরা স্কিম এটাই

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Post Office Scheme: একজন সন্তানকে ভালো রাখার জন্য তার উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পিতা মাতা সর্বোচ্চ চেষ্টা করে। তাই যখন একটি শিশু জন্মগ্রহণ করে তাঁকে ঘিরে নানা চিন্তাভাবনা শুরু করে তারা। এইজন্য তাঁরা সুকন্যা সমৃদ্ধি কিংবা পিপিএফ (PPF)-এর মতো আর্থিক স্কিম গুলিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। অনেকে আবার অন্যান্য স্কিমে বিনিয়োগ করে থাকেন।

তবে আপনি যদি সুনিশ্চিত ও ভালো রির্টান পেতে চান তবে পোস্ট অফিস টার্ম ডিপোজিট অর্থাৎ পোস্ট অফিস এফডি (Post Office FD)-তে বিনিয়োগ অর্থ করতে পারেন। পোস্ট অফিসে ৫ বছর মেয়াদি FD- তে সুদের হার ব্যাঙ্কের তুলনায় বেশি। এই স্কিমের মাধ্যমেই আপনি তিন গুণের বেশি অর্থ পেতে পারেন। আপনার বিনিয়োগের পরিমাণ যদি ৫ লক্ষ টাকা হয় তবে সেখান থেকে আপনি ১৫ লক্ষ টাকারও বেশি পেতে পারেন।

কীভাবে ৫ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ পাওয়া যাবে

৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ১৫ লক্ষ টাকা পেতে চাইলে আপনাকে পোস্ট অফিস FD-তে ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। ৫ বছরের জন্য বিনিয়োগ করলে সুদ পাওয়া যাবে  ৭.৫ % হারে। ৫ বছর পর আপনি পেয়ে যাবেন সুদ সহ মোট ৭,২৪,৯৭৪ টাকা। এই পরিমাণ টাকা আবার যদি আপনি পরবর্তী ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তবে ওই পাঁচ বছর মেয়াদ পূর্তির পর আপনি পেয়ে যাবেন সুদ সহ ১০,৫১,১৭৫ টাকা। অর্থাৎ মোট ১০ বছরে আপনি শুধুমাত্র সুদ বাবদ আয় করতে পারবেন ৫,৫১,১৭৫ টাকা।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশে কর্মী নিয়োগ চলছে, কার কী ভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আবারও আপনি যদি এই ১০,৫১,১৭৫ টাকা ৫ বছর মেয়াদে তবে ৫ বছর শেষে আপনি পেয়ে যাবেন ১৫,২৪,১৪৯ টাকা। অর্থাৎ আপনার বিনিয়োগ করা ৫ লক্ষ টাকা ১৫ বছর পর প্রায় তিনগুন হয়ে যাবে। এই বিনিয়োগ থেকে শুধু সুদ বাবদ আপনি পেতে পারেন ১০,২৪,১৪৯ টাকা। এই ১৫ লক্ষ টাকা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।

কিছু নিয়ম মেনে চলতে হবে

৫ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পেতে হলে আপনাকে দুইবার পোস্ট অফিসের FD করতে হবে। এক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।

১ বছরের এফডি মেয়াদ পূর্ণ হওয়ার তারিখ থেকে ৬ মাসের মধ্যে বাড়ানো যাবে।

২ বছরের এফডি মেয়াদ পূর্ণ হওয়ার তারিখ থেকে ১২ মাসের মধ্যে বাড়ানো যাবে।

৩ এবং ৫ বছরের এফডি (FD)-এর ক্ষেত্রে মেয়াদ পূর্ণ হওয়ার তারিখ থেকে ১৮ মাসের মধ্যে বাড়ানো যাবে।

পোস্ট অফিসে সুদের হার হল

বিভিন্ন ব্যাঙ্কের মতো, পোস্ট অফিসেও পাওয়া যায় বিভিন্ন মেয়াদের FD যার সুদের হার বিভিন্ন। বর্তমান বিভিন্ন মেয়াদে বিভিন্ন সুদের হার হল-

(১) এক বছরের মেয়াদি অ্যাকাউন্টে বার্ষিক সুদের হার হল – ৬.৯%।

(২) দুই বছরের মেয়াদি অ্যাকাউন্টে বার্ষিক সুদের হার হল – ৭.০%।

(৩) তিন বছরের মেয়াদি অ্যাকাউন্টে বার্ষিক সুদের হার হল – ৭.১%।

(৪) পাঁচ বছরের মেয়াদি অ্যাকাউন্টে বার্ষিক সুদের হার হল – ৭.৫%।