মাসে ১৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার, জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Yuvashree Prakalpa Enrolment: রাজ্যে ক্ষমতাধীন তৃণমূল সরকার এরাজ্যের জনগণের জন্য একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছে। এই সব প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদান করা হয়। এই সব প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন রাজ্যের কোটি কোটি সাধারণ মানুষ।

বর্তমানে পশ্চিমবঙ্গে যে সকল প্রকল্পগুলি চালু রয়েছে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল কন্যাশ্রী (Kantashree Prakalpa), রূপশ্রী (Rupashree Prakalpa), যুবশ্রী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar Prakalpa) ইত্যাদি। এইসব প্রকল্পের আর্থিক অনুদান সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে। এই সব চালু প্রকল্পের মধ্যে একটি প্রকল্পের সুবিধাভোগীদের টাকা দেওয়ার জন্য এবার রীতিমতো খোজাখুজি শুরু হয়েছে।

এখানে যে প্রকল্পের কথা আলোচনা হচ্ছে সেই প্রকল্পের আর্থিক অনুদান দেওয়ার জন্য আধিকারিকরা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতে শুরু করছেন। উপভোক্তাদের অনেকে মনে করতে পারছেন না তারা এই প্রকল্পে আবেদন করেছিলেন কিনা আবার অনেকে বহু কষ্টে মনে করেছেন তার আবেদন করার কথা। আসলে নতুন সুবিধাভোগীদের তালিকা থেকে আবেদনকারীদের ফোন করা হলেও আবেদনকারীদের ফোনে না পেয়ে তাই বাধ্য হয়ে আধিকারিকদের তাদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে।

আরও পড়ুন: ২ লক্ষ টাকারও বেশি বেতনে জাতীয় সড়ক পরিবহন দফতরে চাকরির সুযোগ! রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

ঠিক এমনটাই ঘটেছে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpa) ক্ষেত্রে। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাপ্রাপকদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে আবার টাকার পরিমাণে সামান্য হেরফেরও আছে। আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে সুবিধাপ্রাপকদের খোঁজার এমন অভাবনীয় ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে। এমন পদক্ষেপ নেওয়া হয়েছে ঝাড়গ্রামের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে।

আরও পড়ুন: Rail Loco Pilot Recruitment: ‘শীঘ্রই ১৫,০০০ লোকো পাইলট নিয়োগ,’ পূর্ব রেলের বড়ো ঘোষণা!

এই পদক্ষেপ নেওয়ার কারণ হল, সম্প্রতি যুবশ্রী সুবিধা প্রাপকদের তালিকায় ৭৫৮ জনের নাম উঠেছে। এরমধ্যে ৩০৪ জনের সাথে ফোন মারফত যোগাযোগ করা গেলেও বাকি ৪৫৪ জনের সাথে কোনোরূপ যোগাযোগ করা যায়নি। এই অবস্থায় গত ৭ জুলাই ছিল অনলাইনে ফর্ম পূরণ করার দিন। কেউ যাতে প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত না হন তার জন্যই এই অভাবনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। আবেদন করার সময় যে ফোন নম্বর দেওয়া হয় অনেক সময় সেই নম্বরে বিভিন্ন কারণে যোগাযোগ সম্ভব হয় না বলেই অতীতেও এমন ঘটনা বহুবার ঘটেছে এবং বর্তমানেও ঘটতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ৮৪ দিনের রিচার্জ প্ল্যানে BSNL-এর চমক! jio-কে কি ছাপিয়ে যাবে BSNL?